কোপা জিততে পছন্দের পিৎজা ত্যাগ করলেন মেসি

প্রচারের অভাব। হাতে গোনা কয়েক জন নামী ফুটবলার। দুর্বল দল। কলঙ্কিত এক ফুটবল ফেডারেশন— এক সময়ের প্রাচীনতম টুর্নামেন্ট এখন ধুঁকতে ধুঁকতেই চলছে! সেই ম্লান হওয়া টুর্নামেন্টকে অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যে একটা নামই বদলে দিচ্ছে। লিওনেল মেসি!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:২৯
Share:

বিশ্রামহীন। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হতেই কোপার পরীক্ষা। আর্জেন্তিনা প্র্যাকটিসে মেসি-তেভেজ।

প্রচারের অভাব। হাতে গোনা কয়েক জন নামী ফুটবলার। দুর্বল দল। কলঙ্কিত এক ফুটবল ফেডারেশন— এক সময়ের প্রাচীনতম টুর্নামেন্ট এখন ধুঁকতে ধুঁকতেই চলছে!
সেই ম্লান হওয়া টুর্নামেন্টকে অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যে একটা নামই বদলে দিচ্ছে।
লিওনেল মেসি!
কোপা আমেরিকায় আর্জেন্তিনা অধিনায়কের প্রথম ম্যাচের আগে সারা বিশ্বের সংবাদমাধ্যম ওঁত পেতে বসে আছে। বার্সেলোনার হয়ে ইউরোপিয়ান ফুটবল কাঁপানো এই মহাতারকা দেশের জার্সি পরে কী করবেন লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপে? অবশেষে আর্জেন্তিনা সমর্থকরাও সেই বিধ্বংসী মেসিকে দেখবেন কি?
গতবার কোপা আমেরিকায় একটাও গোল করতে পারেননি। তাঁর দল কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায়। এলএম টেনকে শুনতে হয়েছিল দেশের হয়ে তাঁর যেন খেলার ইচ্ছেই থাকে না। যে অভিযোগ গত বছর আর্জেন্তিনা বিশ্বকাপ ফাইনালিস্ট হওয়া সত্ত্বেও মেসির উপর থেকে পুরোপুরি ওঠেনি। তবে বার্সার ত্রিমুকুট জয়ের পর এখন যেন নতুন মেসি-কে দেখছে ফুটবলবিশ্ব। যে এলএম টেন ক্লাবের হয়ে ট্রফি জিতেই সন্তুষ্ট থাকতে পারছেন না। যাঁর পাখির চোখ দেশের জার্সিতেও সমান দাপট দেখানো। ট্রফির পর ট্রফি জেতা।

Advertisement

কোপা শুরু হওয়ার আগে এই মেসি বলছেন, ‘‘আমরা বিশ্বকাপ জেতার একেবারে কাছে পৌঁছেও পারলাম না। কিন্তু এখন বিশ্বকাপের কথা কারও মাথায় নেই। আর্জেন্তিনা শেষ ট্রফি জেতার পরে এখন অনেক ভাল দল। এই দলও ট্রফি জিততে পারে।’’ ফুটবলার হিসেবে কোপা আমেরিকার মতো মহাদেশীয় টুর্নামেন্ট জেতা মেসির কাছে নাকি স্বপ্নের মতো। ‘‘বার্সেলোনায় খেলা আমার অনেক সতীর্থ ফুটবলার কোপাও জিতেছে। ওদের দেখে বুঝি কোপা জেতার অসাধারণ অনুভূতিটা কেমন,’’ বলেছেন মেসি।

বার্সেলোনায় তাঁর এত অসাধারণ মরসুমের রহস্য হিসেবে বেরিয়ে আসছে মেসির খাদ্যাভ্যাস। গত বছর ব্রাজিল বিশ্বকাপের পরেই মেসি এক জন পুষ্টিবিদ রাখেন তাঁর ব্যক্তিগত সাপোর্ট স্টাফে। যাঁর কাজ মেসি সারা দিনে কী খাবেন, কী খাবেন না সেই ব্যাপারটা দেখা। গিউলিয়ানো পোসার নামের পুষ্টিবিদ নাকি মেসির পছন্দের সব খাবারের উপরই নিষেধাজ্ঞা জারি করেন। বাতিলের তালিকায় প্রথমেই ছিল পিত্জা। যা নাকি সুযোগ পেলেই খেতেন এলএম টেন।

Advertisement

‘‘মার্টিন ডেমিচেলিশ আমার ভাল বন্ধু। ওর কথাতেই মেসি আমার সঙ্গে দেখা করে। ওকে প্রথম দিনই বলেছিলাম তেলেভাজা খাওয়া একদম কমাও,’’ ফাঁস করেছেন সেই পুষ্টিবিদ। এখন নাকি মেসির খাবার বলতে ভিটামিন সমৃদ্ধ সব মেনু। সঙ্গে বেশি করে শাকসব্জি, কর্নফ্লেকস খাওয়া। ‘‘মেসির মতো বড় ফুটবলারও আমার কথা মতো নিজের সমস্ত খাওয়া বদলে ফেলেছে,’’ বলেন পোসার।

পুষ্টিবিদ পোসারের পরামর্শে খাদ্যাভ্যাস পাল্টে ফেলা মেসিকে কাল আটকাতেই যাবতীয় ছক কষছেন আর্জেন্তিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়ে দলের কোচ র‌্যামোন দিয়াজ। যাঁর মতে মহাতারকাকে কোনও মতেই ম্যান মার্ক করা যাবে না। ‘‘মেসিকে ম্যান মার্কিং করতে গেলেই নিজের সর্বনাশ। ও ফুটবলটা বেশি খেলে মগজ দিয়ে। উইং, সেন্টার, দু’টোতেই সমান দাপটে খেলতে পারে। ওকে বেশি সুযোগ দেওয়া কোনও মতেই চলবে না,’’ বলেন দিয়াজ। আর্জেন্তিনার শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাতেও নারাজ প্যারাগুয়ে কোচ। ‘‘আমরা সুযোগ বুঝে প্রতিআক্রমণেই খেলব। দেখি তাতে শেষমেশ কী হয়।’’

বিশ্বমানের ফুটবলাররা দলে থাকলেও প্রথম ম্যাচের আগে আর্জেন্তিনা কোচ জেরার্দো মার্টিনো কিন্তু পুরোপুরি সমস্যা মুক্ত নন। প্রথম গোলকিপার সের্জিও রোমেরোর চোট এখনও পুরোপুরি সারেনি। মাঝমাঠে জাভিয়ার মাসচেরানোর সঙ্গী কে হবেন? ফরোয়ার্ডে তেভেজ, না আগেরো প্রথম একাদশে? মেসিকেই বা ঠিক কোন পজিশনে ব্যবহার করবেন জাতীয় কোচ? সব কিছু নিয়েই দ্বিধায় মার্টিনো। যদিও একটা সময় পাঁচ বছর প্যারাগুয়েকে কোচিং করানো মার্টিনো কোপা জিততে এখন থেকেই হুঙ্কার দিচ্ছেন, ‘‘মেসি ভাল ফর্মে থাকা মানেই আর্জেন্তিনা কোপা জিততে পারে।’’

আজ কোপায়

উরুগুয়ে বনাম জামাইকা (রাত ১২-৩০)

আর্জেন্তিনা বনাম প্যারাগুয়ে (রাত ৩-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন