টানা দশ ম্যাচ জয়ী আর্সেনাল

মাঝমাঠে মেসুত ওজ়িলের দাপট। পিয়ের এমারিক আবুমেয়ংয়ের জোড়া গোল। আর্সেন ওয়েঙ্গারহীন আর্সেনালের খেলায় হঠাৎই যেন হারিয়ে যাওয়া দিনের ছন্দ ফিরে এল! সব প্রতিযোগিতা ধরে টানা দশ ম্যাচ জিতে ফেলল গানার্সরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০৪:০৭
Share:

মাঝমাঠে মেসুত ওজ়িলের দাপট। পিয়ের এমারিক আবুমেয়ংয়ের জোড়া গোল। আর্সেন ওয়েঙ্গারহীন আর্সেনালের খেলায় হঠাৎই যেন হারিয়ে যাওয়া দিনের ছন্দ ফিরে এল! সব প্রতিযোগিতা ধরে টানা দশ ম্যাচ জিতে ফেলল গানার্সরা। মঙ্গলবার নিজেদের মাঠ এমিরেটসে লেস্টার সিটিকে ওড়াল ৩-১। নতুন ম্যানেজার উনাই এমেরি বলে গেলেন, ‘‘ভাল খেলছি ঠিক আছে, কিন্তু আসল ব্যাপার ছন্দ ধরে রাখা। ছেলেদের বলেছি, মাথা ঠান্ডা রেখে খেলে যেতে। লিগ টেবলের দিতে তাকানোরই দরকার নেই।’’

Advertisement

কিন্তু কী বলছে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবল? ৯ ম্যাচ খেলে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি। পয়েন্ট একই হলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দু’নম্বর লিভারপুল। তিনে চেলসি। পয়েন্ট ২১। আর্সেনালও কম যাচ্ছে না। তাদেরও ২১। তবে কম গোল খাওয়ায় তালিকায় তিনে চেলসি। চার আর্সেনাল। ২১ পয়েন্টে অবশ্য টটেনহ্যামও আছে। তবে গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে।

যে তিনটি গোল আর্সেনাল করেছে, ফুটবল বিশ্লেষকদের কথায় তার সব ক’টিই অনবদ্য। তবে তৃতীয় গোলটি নিয়ে আলোচনা হল সব চেয়ে বেশি। আর দ্বিতীয় গোলটির ক্ষেত্রে বলা হচ্ছে, মরসুমের সেরা ‘মুভ’ দেখা গিয়েছে। যেখানে ওজ়িলের অসাধারণ ফাইনাল পাস ধরে আবুমেয়ংকে শুধু বলটা গোলে রাখতে হয়েছে! এমনিতে মরসুমে শুরুটা মোটেই ভাল হয়নি ওজ়িলের। অথচ এ দিন জ্বলে উঠলেন দারুণ ভাবে। সোমবার তিনি ১-১ করেন প্রথমার্ধ শেষ হওয়ার মুখে। অন্য দু’টি গোলেও তাঁরই অবদান। লেস্টারকে এগিয়ে দিয়েছিলেন হেক্টর বেলেরিন। আর আবুমেয়ং জোড়া গোল করেন পরিবর্ত হিসেবে নেমে। ২০০৭ সালের পরে প্রথম আর্সেনাল টানা ১০ ম্যাচে জিতল। আর এ বারের লিগে গোল করে ফেলল ৩০টি! বৃহস্পতিবার গানার্সরা ইউরোপা লিগে খেলবে লিসবনের সঙ্গে। রবিবার ইপিএলে প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন