French Open 2025

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা, শিয়নটেক, ডাবলসে এগোলেন ভাম্বরিও

মহিলা বাছাই খেলোয়াড়েরা সহজে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেও লড়াই করতে হল পুরুষ সিঙ্গলসের দুই বাছাইকে। হোলগার রুন এবং টমি পলকে জিততে হল পাঁচ সেট খেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২১:৩২
Share:

এরিনা সাবালেঙ্কা। —ফাইল চিত্র।

সহজেই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন এরিনা সাবালেঙ্কা। মহিলাদের শীর্ষ বাছাইয়ের পাশাপাশি তৃতীয় রাউন্ডের বাধা টপকালেন প্রাক্তন এক নম্বর ইগা শিয়নটেকও। পুরুষদের সিঙ্গলসে পাঁচ সেট লড়াই করে জিততে হল দুই বাছাই খেলোয়াড় হোলগার রুন এবং টমি পলকে। সঙ্গীকে নিয়ে পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠলেন ভারতের ইউকি ভাম্বরি।

Advertisement

তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিলেন সার্বিয়ার অবাছাই খেলোয়াড় ওলগা ডানিলভিচ। তিনি কোনও সমস্যাতেই ফেলতে পারেননি তিন বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে। শীর্ষ বাছাই সাবালেঙ্কা জিতলেন ৬-২, ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জয় পেলেন গত তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়নটেকও। তবে তাঁকে কিছুটা হলেও লড়াই করতে হল। রোমানিয়ার অবাছাই খেলোয়াড় জ্যাকলিন ক্রিস্টিয়ানকে শিয়নটেক হারালেন ৬-২, ৭-৫ গেমে।

মহিলা তারকারা সহজে তৃতীয় রাউন্ডের বাধা টপকালেও পাঁচ সেট লড়াই করতে হল পুরুষ সিঙ্গলসের দুই বাছাই খেলোয়াড়কে। দশম বাছাই ডেনমার্কের রুন হারালেন ফ্রান্সের অবাছাই কোয়েন্টিন হ্যালিসকে। ম্যাচের ফল রুনের পক্ষে ৪-৬, ৬-২, ৫-৭, ৭-৫, ৬-২। অন্য ম্যাচে দ্বাদশ বাছাই আমেরিকার পলকেও লড়াতে হল পাঁচ সেট। তিনি ৬-৩, ৩-৬, ৭-৬ (৯-৭), ৩-৬, ৬-৩ গেমে হারালেন কারেন খাচানভকে।

Advertisement

শুক্রবার ফরাসি ওপেনে পুরুষদের ডাবলসে চমক দেখালেন ভাম্বরিরা। সঙ্গী আমেরিকার রোবের্ট গ্যালোওয়েকে নিয়ে পিছিয়ে থেকে জয় তুলে নিলেন সপ্তম বাছাই জুটির বিরুদ্ধে। ভাম্বরি-গ্যালোওয়ে ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে জয় পেলেন নিউ জ়িল্যান্ডের মাইকেল ভেনাস এবং ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিচ জুটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement