টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’য়ে ভারত, অশ্বিন

ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থান ধরে রাখল ভারতও। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের এই উত্থান দলকে আত্মবিশ্বাসী করবে। তবে তিন নম্বরে থেকে ভারতে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১৯:৫২
Share:

ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থান ধরে রাখল ভারতও। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের এই উত্থান দলকে আত্মবিশ্বাসী করবে। তবে তিন নম্বরে থেকে ভারতে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। একই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে পাকিস্তানও। যদি পাকিস্তান ২-১ বা ৩-১ এ সিরিজ জিতে নেয় তা হলেই পাকিস্তান দ্বিতীয় স্থানে উঠে আসবে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। যদি পাকিস্তানকে ২-১ বা ১-০তে হারিয়ে দেয় ইংল্যান্ড তাহলে সহজেই তৃতীয় স্থানে উঠে আসতে পারবে। পাকিস্তান নেমে যাবে চারে। যদি ইংল্যান্ড ২-০ বা ৩-১ এ সিরিজ জেতে তাহলে ভারতকে ছুঁয়ে ফেলবে। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহ পরে শেষ হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। পাঁচে রয়েছে নিউজিল্যান্ড। এর পর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবোয়ে।

Advertisement

ব্যাটিংয়ে শীর্ষে রয়েছে স্টিভ স্মিথ। দ্বিতীয় কেন উইলিয়ামসন ও তৃতীয় হাশিম আমলা। ভারতের কোনও ব্যাটসম্যান নেই সেরা দশে। বোলিংয়ে ভারতের মান রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে জেমস অ্যান্ডারসন থাকলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে স্টুয়ার্ট ব্রড। ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন ছ’য়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের সামনে রয়েছে উপরে উঠে আসার সুযোগ। সঙ্গে ব্যাটসম্যানদেরও নিজেদের প্রমাণ করার সুযোগ।

আরও খবর

Advertisement

আবার বিয়ে করলেন? ইমরান বলছেন ‘না’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন