Sports News

নিজের ২৫০তম শিকারকে দিয়েই সই করালেন বলে

ভারত-বাংলাদেশ এক ম্যাচের টেস্ট সিরিজ শেষ। দিনের শেষে ভারত জয়ী। বাংলাদেশকে ২০৮ রানে হারিয়ে দিয়েছেন বিরাট কোহালিরা। এক তো ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। তার উপর এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে একাধিক রেকর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

ভারত-বাংলাদেশ এক ম্যাচের টেস্ট সিরিজ শেষ। দিনের শেষে ভারত জয়ী। বাংলাদেশকে ২০৮ রানে হারিয়ে দিয়েছেন বিরাট কোহালিরা। এক তো ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। তার উপর এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। তার মধ্যে সব থেকে বড় রেকর্ডটি করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে তিনিই দ্রুততম ২৫০ টেস্ট উইকেটের মালিক। এবং সেই রেকর্ডটি তিনি করেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটটি নিয়েই। অশ্বিনের রেকর্ডে নাম রয়ে গেল মুশফিকুরেরও। তাই হয়তো ম্যাচ শেষে সবাইকে চমকে এই কান্ড ঘটালেন স্বয়ং অশ্বিন।

Advertisement

আরও খবর: সচিনের টুইটেই জানা গেল ছবি রিলিজের দিন

যে বলে ওই রেকর্ডটি হল সেই বলটিতে মুশফিকুরের সই নিয়েল অশ্বিন। অশ্বিনের এমন আবদারে রীতিমতো চমকে গিয়েছিলেন মুশফিকুর। বুঝতে একটু সময়ও লেগেছিল। তার পর আনন্দের সঙ্গেই সেই বলে সই করেন মুশফিকুর। অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে ধরা দিয়েছিলেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে। তখন খারাপ লাগলেও অশ্বিনের এমন আবদারে সব খারাপ লাগা উধাও। অশ্বিন বলেন ‘‘হ্যাঁ এটা ঠিক অশ্বিন ম্যাচ বলটি নিয়ে আমার কাছে আসে। আর সেই বলে আমাকে সই করতে বলে। এটা ওর ২৫০তম উইকেটের বল। আর আমিই ছিলাম সেই শিকার। আমি শুনেছি ও ডেনিস লিলির রেকর্ড ভেঙে দিয়েছে।’’এটা যে শুধু অশ্বিনের অভ্যেস এমনটা নয়। এটা ধোনিও করতেন। তিনি অবশ্য জিতলেই একটি করে স্টাম্প নিয়ে যেতেন সঙ্গে করে। কিন্তু এলইডি স্টাম্প আসার পর থেকে অবশ্য আর নিয়ে যেতে পারেননি ধোনি। কারণ ওই স্টাম্পগুলো খুবই দামী।

Advertisement

যে বলে ওই রেকর্ডটি হল সেই বলটিতে মুশফিকুরের সই নিয়েল অশ্বিন। অশ্বিনের এমন আবদারে রীতিমতো চমকে গিয়েছিলেন মুশফিকুর। বুঝতে একটু সময়ও লেগেছিল। তার পর আনন্দের সঙ্গেই সেই বলে সই করেন মুশফিকুর। অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে ধরা দিয়েছিলেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে। তখন খারাপ লাগলেও অশ্বিনের এমন আবদারে সব খারাপ লাগা উধাও। অশ্বিন বলেন ‘‘হ্যাঁ এটা ঠিক অশ্বিন ম্যাচ বলটি নিয়ে আমার কাছে আসে। আর সেই বলে আমাকে সই করতে বলে। এটা ওর ২৫০তম উইকেটের বল। আর আমিই ছিলাম সেই শিকার। আমি শুনেছি ও ডেনিস লিলির রেকর্ড ভেঙে দিয়েছে।’’এটা যে শুধু অশ্বিনের অভ্যেস এমনটা নয়। এটা ধোনিও করতেন। তিনি অবশ্য জিতলেই একটি করে স্টাম্প নিয়ে যেতেন সঙ্গে করে। কিন্তু এলইডি স্টাম্প আসার পর থেকে অবশ্য আর নিয়ে যেতে পারেননি ধোনি। কারণ ওই স্টাম্পগুলো খুবই দামী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন