Sports News

এশিয়া কাপ: সাডেন ডেথে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ গোলে। এর পর পেনাল্টি শুট আউটেও ড্র। শেষ পর্যন্ত সাডেন ডেথ। পেনাল্টি শুট আউটে ৪-৪ হওয়ার পর চিনের ক্যাপ্টেন কুইয়ের শট বাইরে যায়। তখনই জিতে যেতে পারত ভারত যদি না  নবনিত পরের শট মিস করে বসতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাকামিগাহারা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১৭:২৫
Share:

এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। ছবি: হকি ইন্ডিয়ার ফেসবুক থেকে।

ভারত ১ (৫)

Advertisement

চিন ১ (৪)

দু’পক্ষের সামনেই ম্যাচ ছিল বদলার। ভারতের সামনে আগের ফাইনালের হারের বদলা হলে চিনের সামনে ছিল গ্রুপ পর্বে হারের বদলা। শেষ পর্যন্ত জিতল ভারতই। টানটান ম্যাচ গড়াল সাডেন ডেথে। যেখানে ৫-৪এ বাজিমাত ভারতের মেয়েদের। এশিয়া কাপ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারতের মেয়েরা।

Advertisement

আরও পড়ুন

স্বাধীনতার দাবির মধ্যেই লা লিগায় বার্সেলোনার ১১ ম্যাচে ১০ জয়

ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ গোলে। এর পর পেনাল্টি শুট আউটেও ড্র। শেষ পর্যন্ত সাডেন ডেথ। ম্যাচ শুরুর দু’মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার পেয়ে গেলেও কাজে লাগাতে পারেনিচিন। সবিতা দারুণভাবে চিনের আক্রমণের সামনে দেওয়াল তৈরি করেন। আর দীপ গ্রেস এক্কা ক্লিয়ার করেন। এর পর ম্যাচ চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণে। ৫ মিনিটে আবার চিনের পেনাল্টি কর্ণার প্রতিহত হয় ভারতের রক্ষণে। ১০ মিনিটে চিনের আক্রমণ গোললাইন থেকে বাঁচিয়ে দেয় ভারত। মাঝমাঠ থেকে মনিকা ও রানির দুরন্ত দৌঁড়ে বেশ কয়েকবার চাপে পড়তে দেখা গেল চিনকে। প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্য ভাবেই।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই নমিতার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট। নেহার ডি-এর মধ্যে থেকে নেওয়া শট গোলের উপর দিয় চলে যায়। দ্বিতীয় কোয়ার্টারের পুরো দখলই নিয়ে নিয়েছিল ভারত। ২৪ মিনিটে সেই সুযোগে গোলের মুখ খুলে ফেলেন ভারতের নভজ্যোৎ কাউর। নবনিত ও রানি একে অপরের সঙ্গে খেলে ডি-এর মধ্যে ঢুকে পড়েছিলেন। তা দেখে চিনের গোলকিপার বেরিয়ে আসেন। সেই সুযোগেই নভজ্যোতের ফোরহেড সরাসরি চলে যায় গোলে। ৩৩ মিনিয়ে রেফারেলেন মাধ্যমে পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগেনি ভারতের। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে এসে সমতায় ফেরে চিন। ৪৭ মিনিটে চিনের টিয়ানটিয়ান লু-র পেনাল্টি কর্নার গোলে নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

আরও পড়ুন

‘বাবার মৃত্যুই বিরাটকে পরিণত করে দিয়েছিল’

পেনাল্টি শুট আউটে ৪-৪ হওয়ার পর চিনের ক্যাপ্টেন কুইয়ের শট বাইরে যায়। তখনই জিতে যেতে পারত ভারত যদি না নবনিত পরের শট মিস করে বসতেন। এর পরই ম্যাচ গড়ায় সাডেন ডেথে। চিন গোল মিস করতেই রানির গোলে বাজিমাত ভারতের। ম্যাচের ফল ৫-৪।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন