Sports News

এশিয়াডের সপ্তম দিন শেষ হল সোনা দিয়ে

২৩ বছরের তেজিন্দর ২০.৭৫ মিটার ছুঁড়ে সোনা জিতলেন। এবং করলেন জাতীয় রেকর্ড। তিনি ভাঙলেন ছ’বছর আগের রেকর্ড। ছ’বছর আগে ওম প্রকাশ কারহানা ছুঁড়েছিলেন ২০.৬৯ মিটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ২০:৫৯
Share:

ভারতকে শটপাটে সোনা এনে দিলেন তেজিন্দরপাল সিংহ। ছবি: পিটিআই।

শনিবার দিনের শুরুটা হয়েছিল ব্রোঞ্জ দিয়ে। এই ক’দিন প্রায় রোজই সোনা এসেছে ভারতের দখলে। দিনের শুরুটাই হয়েছে খুব ঝকঝকে ভাবে। কিন্তু শনিবার শেষটা হল দারুণভাবে। রেকর্ড করে সোনা জিতেলন তেজিন্দরপাল সিংহ। পুরুষদের শটপাটে সোনা জিতে এশিয়ান গেমস অ্যাথলেটিক্সের ফিতে কাটলেন এই ভারতীয়।

Advertisement

২৩ বছরের তেজিন্দর ২০.৭৫ মিটার ছুঁড়ে সোনা জিতলেন। এবং করলেন জাতীয় রেকর্ড। তিনি ভাঙলেন ছ’বছর আগের রেকর্ড। ছ’বছর আগে ওম প্রকাশ কারহানা ছুঁড়েছিলেন ২০.৬৯ মিটার।

তার আগেই তিনটি ব্রোঞ্জ এসে গিয়েছিল ভারতের ঘরে। তিনটিই এসেছিল স্কোয়াশে। দীপিকা পাল্লিকাল, জোস্না চিনাপ্পা ও সৌরভ ঘোষাল দিনের শুরু থেকে পর পর ভারতকে পদক এনে দেন। তবে শেষে সোনা এনে দিনের চিত্রটাই বদলে দিলেন জেতিন্দর।

Advertisement

আরও পড়ুন
এশিয়ান গেমস ম্যারথনের প্রথম ইভেন্টেই বিতর্ক

অ্যাথলেটিক্সের দিনটি আজ ভালই গেল। মুহম্মদ আনাস ও আরোকিয়া রাজীব ৪০০ মিটারের সেমিফাইনালে পৌঁছে গেল। হিটে শীর্ষে থেকেই শেষ করলেন আনাস। সময় করেন ৪৫.৬৩ সেকেন্ড। আরোকিয়া শেষ করেন দ্বিতীয় স্থানে। সময় নেন ৪৬.৮২ সেকেন্ড। হাইজাম্পার চেথান সুব্রমনিয়ামও ফাইনালের যোগ্যতা অর্জন করলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন