ডোপ পরীক্ষায় ব্যর্থ সোনাজয়ী মনপ্রীত

গত মাসে পাতিয়ালায় ফেডারেশন কাপের সময় জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা) মনপ্রীতের মুত্রের নমুনা সংগ্রহ করেছিল। পরীক্ষায় ভারতীয় শটপাটারের শরীরে পারফরম্যান্স-বর্ধক ডাইমিথাইলবিউটালামাইনের উপস্থিতি পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০৫:১৫
Share:

ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী শটপাটার মনপ্রীত কৌর।

Advertisement

গত মাসে পাতিয়ালায় ফেডারেশন কাপের সময় জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা) মনপ্রীতের মুত্রের নমুনা সংগ্রহ করেছিল। পরীক্ষায় ভারতীয় শটপাটারের শরীরে পারফরম্যান্স-বর্ধক ডাইমিথাইলবিউটালামাইনের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাঁর ‘বি’ স্যাম্পেল পরীক্ষাতেও এই নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে। বুধবার ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মঙ্গলবার রাতে নাডা আমাদের জানিয়েছে, ফেডারেশন কাপের সময় মনপ্রীতের ডোপ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ডাইমিথাইলবিউটালামাইন ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে।’ নাডার ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবাল বলেছেন, ‘‘এই প্রথম কোনও ভারতীয় ক্রীড়াবিদের শরীরে নিষিদ্ধ ডাইমিথাইলবিউটালামাইন ব্যবহারের প্রমাণ মিলেছে।’’

চলতি মাসে ভুবনেশ্বরে এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা জিতে অগস্টে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন মনপ্রীত। কিন্তু ডোপ কাণ্ডের জেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মনপ্রীতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও নাডা এখনও তাঁকে নির্বাসিত করেনি। অ্যাথলেটিক্স সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি।’’ তবে মনপ্রীত বা তাঁর কোচ এবং স্বামী করমজিৎ সিংহ কোনও মন্তব্য করতে রাজি হননি।

Advertisement

আরও পড়ুন: কোটি ছাড়ালেন দু’জন, দামি সুব্রত-প্রীতমরাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement