অভিযোগ অস্বীকার অনুরাগের

নতুন বছরে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে আর থাকবেন কি না, তা আপাতত অনিশ্চিত হলেও বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর কিন্তু এখনও লোঢা কমিটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০২:৪৪
Share:

নতুন বছরে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে আর থাকবেন কি না, তা আপাতত অনিশ্চিত হলেও বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর কিন্তু এখনও লোঢা কমিটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের শুনানিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার ছ’দিন পর মুখ খুললেন অনুরাগ। বললেন, ‘‘আদালতে শপথ নিয়ে মিথ্যা বলার কোনও প্রশ্নই ওঠে না। এই অভিযোগ মিথ্যে।’’ বোর্ডে সিএজি প্রতিনিধি নিয়োগ নিয়ে লোঢা প্যানেলের সুপারিশে আপত্তি জানিয়ে আইসিসি-কে চিঠি দিতে অনুরোধ করেছিলেন অনুরাগ— আদালতে দেওয়া হলফনামায় এই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। লোঢা কমিটি নিয়ে অনুরাগ আরও মন্তব্য করেন, ‘‘আমরা লোঢা কমিটিকে বোঝানোর চেষ্টা করতে চাই যে, তারা যে সমস্ত সুপারিশ করেছে, তার মধ্যে অনেকগুলোই বাস্তবসম্মত নয়। এর জন্য সদস্যদের সঙ্গে দেখাও করতে চেয়েছি আমরা। কিন্তু গত দু’মাসে আমাদের দেওয়ার মতো সময়ই পাননি তাঁরা।’’ ৩ জানুয়ারি এই মামলার রায় দেওয়ার কথা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি টিএস ঠাকুরের কর্মজীবন শেষ হবে ওই দিনই। অভিযোগ প্রমাণিত হলে অনুরাগের জেল পর্যন্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement