বদলার লড়াইয়ে আজ শেরিংহ্যাম

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পাওয়ার পরে মনোবল অনেকটাই বেড়েছে এটিকে-র। ইতিমধ্যেই চোট সারিয়ে অনেকটাই সুস্থ রবি কিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৪:২২
Share:

লক্ষ্য: পুণে সিটিকে হারাতে মরিয়া শেরিংহ্যাম। ছবি: আইএসএল

কলকাতায় এসে গত বারের চ্যাম্পিয়ন এটিকে-কে তারা হারিয়ে গিয়েছিল। যে ম্যাচে এফসি পুণে সিটি-র হয়ে গোল করে নায়ক হয়েছিলেন তাদের ব্রাজিলীয় ফুটবলার মার্সেলিনহো।

Advertisement

শনিবার শিব ছত্রপতি স্টেডিয়ামে পুণের ঘরের মাঠে গিয়ে কলকাতার দল এটিকে কি সেই লজ্জাজনক হারের বদলা নিতে পারবে?

সাংবাদিক সম্মেলনে যে প্রশ্ন উঠলে এটিকে-র ব্রিটিশ কোচ টেডি শেরিংহ্যাম বলে দেন, ‘‘প্রথম লিগে ঘরের মাঠে পুণের কাছে হার আমাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল। এ বার পুণেতে এসেছি সেই হারের বদলা নিতে।’’

Advertisement

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পাওয়ার পরে মনোবল অনেকটাই বেড়েছে এটিকে-র। ইতিমধ্যেই চোট সারিয়ে অনেকটাই সুস্থ রবি কিন। এ ছাড়াও দলে যোগ দিয়েছেন তিন ফুটবলার উইঙ্গার ডেভিড কোটেরিল, স্ট্রাইকার মার্টিন প্যাটারসন এবং গোলরক্ষক সোরাম পোরেই। ফলে পুরো শক্তি পেয়ে যাওয়ায় এটিকে কোচ টেডি শেরিংহ্যাম প্রস্তুতি নিচ্ছেন প্রথম চারে থাকার লড়াইয়ে টিকে থাকতে।

দশ দলের ইন্ডিয়ান সুপার লিগে এই মুহূর্তে নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে এটিকে। পুণেকে হারাতে পারলে প্রথম পাঁচে ঢুকে পড়বে কলকাতার দলটি। অন্য দিকে, নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এফসি পুণে সিটি। ফলে লিগ যত শেষের দিকে এগোচ্ছে ততই জোরদার প্রথম চারে থাকার লড়াই।

এ দিকে, এ দিন ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-কে ৩-১ হারাল জন আব্রাহামের দল নর্থইস্ট ইউনাইটেড। হ্যাটট্রিক করলেন লেন।

শনিবার:

আইএসএল: এটিকে বনাম এফসি পুণে সিটি (পুণে, রাত ৮টা)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement