নিশ্চিত হননি মলিনা

জোসে মলিনাই যে সামনের মরসুমে আতলেতিকো দে কলকাতার কোচ থাকবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন স্বয়ং টিমের প্রধান মালিক সঞ্জীব গোয়েন্কা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০৩:৪৬
Share:

সংশয়: এটিকে-র কোচ কি মলিনাই, চলছে জল্পনা। ফাইল চিত্র

জোসে মলিনাই যে সামনের মরসুমে আতলেতিকো দে কলকাতার কোচ থাকবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন স্বয়ং টিমের প্রধান মালিক সঞ্জীব গোয়েন্কা।

Advertisement

মঙ্গলবার ধর্মতলায় নিজের অফিসে বসে এটিকে-প্রধান বলে দিলেন, ‘‘মলিনার কাজে আমি খুশি। উনি টিমকে চ্যাম্পিয়ন করেছেন। তাঁকেই হয়তো কোচ করতে চাইব। কিন্তু এখনও তো কত দিনের আই এস এল হবে সেটাই জানি না। তিন মাসের না আট মাসের সেটা জানার পরেই ওঁর সঙ্গে কথা বলব ঠিক করেছি।’’ যোগ করলেন, ‘‘হয়তো পরিস্থিতি এমন হল যে মলিনা যা চাইছেন সেটা দিতে পারলাম না বা অন্য কোনও টিম ওকে ভাল প্রস্তাব দিল। পেশাদার জগতে এটা হতেই পারে। তা হলে ও তো কোচ না-ও থাকতে পারে। জুলাই মাসের আগে সিদ্ধান্ত বলা কঠিন।’’

মনে হল, দলের প্রথম দুই মরসুমের কোচ আন্তোনিও হাবাসের পুণে সিটি এফ সি-তে চলে যাওয়ার কথাটা এখনও রয়েছে তাঁর মাথায়। কারণ বিশাল টাকার প্রস্তাব পেয়ে কলকাতা ছেড়ে পুণে সিটি এফ সি-তে চলে গিয়েছিলেন হাবাস। এটিকে যে টাকা দিতে পারেনি।

Advertisement

তিন বার আইএসএল খেলে দু’বার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে। একবার ট্রফি দিয়েছেন আন্তোনিও হাবাস। শেষ বার মলিনা। দুই স্প্যানিশের মধ্যে পার্থক্য করতে বললে কাউকে এগিয়ে রাখতে রাজি নন কলকাতার দলের মালিক। তবে মলিনা কোনও কারণে কোচ না হলেও এটিকে-তে যে হাবাসের আর জায়গা হবে না সেই ইঙ্গিত দিয়েছেন গোয়েন্‌কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন