সতর্ক করা হল এটিকে-কে

কোচ বদলালেও টিমের অভ্যাস বদলায়নি। আন্তোনিও হাবাসের যুগেও সারাক্ষণ বিতর্ক তাড়া করেছে। মলিনার আমলেও সেই বিতর্কের ভূত এটিকে-তে। নতুন মরসুমের শুরুতেই নিয়ম ভেঙে কাঠগড়ায় আটলেটিকো দে কলকাতা। সমস্যার সূত্রপাত মঙ্গলবার দুপুরে।

Advertisement

প্রীতম সাহা

কোচি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০৩:৩৫
Share:

কোচ বদলালেও টিমের অভ্যাস বদলায়নি। আন্তোনিও হাবাসের যুগেও সারাক্ষণ বিতর্ক তাড়া করেছে। মলিনার আমলেও সেই বিতর্কের ভূত এটিকে-তে। নতুন মরসুমের শুরুতেই নিয়ম ভেঙে কাঠগড়ায় আটলেটিকো দে কলকাতা। সমস্যার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। নির্ধারিত সময়ে মলিনা সাংবাদিক সম্মেলনে না আসতে পাড়ায় সতর্ক করা হল এটিকে-কে। শুধু তাই নয়, এ রকম ঘটনা যদি আবার ঘটে, তা হলে পরের বার মোটা জরিমানাও দিতে হতে পারে টিমকে। এটিকের তরফ থেকে অবশ্য সাফাই দেওয়া হয়েছে, হোটেল থেকে চল্লিশ মিনিট হাতে সময় নিয়ে বেরোলেও, ট্র্যাফিক জ্যামের জন্য সময়মতো সাংবাদিক বৈঠকে পৌঁছনো যায়নি।

Advertisement

কিন্তু কেন দেরি হল কোচের? খবর নিয়ে জানা গেল, স্টেডিয়ামে ঢোকার রাস্তা হারিয়ে ফেলেছিলেন তিনি। একে তো টিমের সঙ্গে কোনও ম্যানেজার আসেনি। টিমের কোনও প্রতিনিধিও ছিলেন না মলিনার সঙ্গে। প্রেস কনফারেন্সেও টিমের কোনও প্রতিনিধি ছিলেন না। শুধু ছিলেন স্পোর্টস ডিরেক্টর অ্যালবার্তো মোরেরো। কিন্তু তাঁর কাছেও যে এটিকে কোচের মতোই অচেনা কোচি শহর। বিরক্ত আইএসএলের এক কর্তা বলছিলেন, ‘‘হাবাসের সময়ও একই জিনিস হয়েছিল। এখনও তাই হচ্ছে। এটিকে এটিকে-তেই আছে। বদলায়নি।’’

সাংবাদিক সম্মেলনে কোচের উপস্থিতি বাধ্যতামূলক হলেও, হাবাস বহুবার তা এড়িয়ে বিতর্কে জড়িয়েছেন। টিমকেও বিপাকে ফেলেছেন। কিন্তু হাবাস-উত্তর মলিনার জমানা এলেও, অনুশাসনের জায়গায় বিন্দুমাত্র পরিবর্তন হয়নি এটিকে-র। মঙ্গলবারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেটাই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন