স্টার্ককে ছাড়াই আসছে অস্ট্রেলিয়া

দিন তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সময় বুকের পেশিতে চোট লাগে স্টার্কের। যার পরে এই বাঁ হাতি পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের জন্য দলে জায়গা হয়নি জস হেজলউডেরও। বাদ পড়লেন অভিজ্ঞ পেসার পিটার সিডল। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০০
Share:

ভারত সফরে আসছেন না মিচেল স্টার্ক।—ছবি এএফপি।

প্রত্যাশিত ভাবেই ভারত সফরে আসছেন না মিচেল স্টার্ক। চোটের জন্য ভারতের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি আর পাঁচটি ওয়ান ডে ম্যাচের দলে রাখা হয়নি অস্ট্রেলিয়ার এই পেসারকে।

Advertisement

দিন তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সময় বুকের পেশিতে চোট লাগে স্টার্কের। যার পরে এই বাঁ হাতি পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের জন্য দলে জায়গা হয়নি জস হেজলউডেরও। বাদ পড়লেন অভিজ্ঞ পেসার পিটার সিডল।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ২৪ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম), দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ ফেব্রুয়ারি (বেঙ্গালুরু)। পাঁচটি ওয়ান ডে যথাক্রমে ২ মার্চ (হায়দরাবাদ), ৫ মার্চ (নাগপুর), ৮ মার্চ (রাঁচী), ১০ মার্চ (মোহালি), ১৩ মার্চ (দিল্লি)।

Advertisement

টি-টোয়েন্টি ও ওয়ান ডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারে, জেসন বেহরেনডর্ফ, নেথান কুল্টার নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খোয়াজা, নেথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডার্সি শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাশটন টার্নার, অ্যাডাম জাম্পা।

অস্ত্রোপচার স্মিথের: সফল অস্ত্রোপচারের পরে স্টিভ স্মিথের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। বল বিকৃতি কাণ্ডে এক বছরের জন্য নির্বাসনে থাকা স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের শেষে। এই দুই ক্রিকেটারই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে কনুইয়ে চোট পেয়ে দেশে ফিরে আসেন। বৃহস্পতিবার স্মিথের ম্যানেজার বলেছেন, ‘‘স্মিথ এখন সুস্থ আছে। আপাতত ঠিক আছে, মাস খানেকের মধ্যে ও অনুশীলন শুরু করতে পারবে। তবে নির্দিষ্ট করে বলা যাবে একমাত্র ব্যান্ডেজ খোলার পরেই।’’ তবে ক্রিকেটে ফেরা নিয়ে স্মিথের কী পরিকল্পনা, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর ম্যানেজারের কথায়। অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে স্মিথের ম্যানেজার বলেছেন, ‘‘আপাতত লক্ষ্য হল, স্মিথ প্রথমে আইপিএল খেলবে। তার পরে নজর আছে বিশ্বকাপে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন