দিনরাতের টেস্টে ভারতকে চায় অস্ট্রেলিয়া

গত মাসে ইডেনে ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট হওয়ার আগে আনন্দবাজারকে অস্ট্রেলীয় বোর্ড প্রধান বলেছিলেন, তাঁরা পরের বছর ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে দিনরাতের টেস্ট খেলার প্রস্তাব দেবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৪
Share:

বিনোদন: তাপমাত্রা চল্লিশ ডিগ্রি। পার্‌থে সুইমিং পুলে বসে দিনরাতের টেস্ট উপভোগ সমর্থকদের। বৃহস্পতিবার। এপি

ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলে, তা হলে বিরাট কোহালিদের নিশ্চয়ই অস্ট্রেলিয়ার মাটিতে দিনরাতের টেস্ট খেলতে সমস্যা হবে না। এমন মন্তব্য করেছেন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টস। একটি ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, পরের বছর অস্ট্রেলিয়ায় এসে অবশ্যই ভারতের একটা দিনরাতের টেস্ট খেলা উচিত।’’

Advertisement

গত মাসে ইডেনে ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট হওয়ার আগে আনন্দবাজারকে অস্ট্রেলীয় বোর্ড প্রধান বলেছিলেন, তাঁরা পরের বছর ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে দিনরাতের টেস্ট খেলার প্রস্তাব দেবেন। রবার্টসের আশা, বিরাট কোহালির দল সেই টেস্ট খেলার ব্যাপারে রাজি হয়ে যাবেন। সিইও বলেছেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত খুবই ভাল খেলছে। ভারত যে ভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের ফাইনালে ওদের খেলার খুব ভাল সম্ভাবনা আছে। আশা করব, ফাইনালে ওঠাটা মোটামুটি নিশ্চিত হয়ে গেলে ভারত নিশ্চয়ই দিনরাতের টেস্ট খেলতে রাজি হয়ে যাবে।’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ভারত সাতটি টেস্ট খেলে ৩৬০ পয়েন্ট পেয়ে এক নম্বরে আছে। দু’নম্বরে অস্ট্রেলিয়া, সাত টেস্টে ২৪০ পয়েন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েই দিনরাতের টেস্টের আয়োজন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রবার্টস বলেছেন, ‘‘সৌরভ বোর্ডের প্রেসিডেন্ট হয়েই উদ্যোগ নিয়ে প্রথম দিনরাতের টেস্টের আয়োজন করল ভারতে। ওই টেস্টের প্রথম তিন দিনের টিকিট তো সব বিক্রি হয়ে গিয়েছিল। যা আগের টেস্ট সিরিজগুলোয় দেখা যায়নি। এতে বোঝা যাচ্ছে, দিনরাতের টেস্ট নিয়ে ভারতেরও আগ্রহ আছে এবং ওরাও মনে করছে এতে ক্রিকেটেরই উপকার হবে।’’ সাধারণত অস্ট্রেলিয়া সফরে ভারত সিরিজ শুরু করে অ্যাডিলেড টেস্ট দিয়ে। আবার অস্ট্রেলিয়া চায় সিরিজ শুরু হোক ব্রিসবেন থেকে। যেখানে ১৯৮৮ সালের পরে অস্ট্রেলিয়া কখনও হারেনি। এ বারও ব্রিসবেনে পাকিস্তান টেস্টের পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনকে প্রশ্ন করা হয়েছিল, ভারতকে কি ব্রিসবেনে প্রথম টেস্ট খেলার কথা বলবেন? একই প্রশ্ন করা হয় বোর্ড প্রধানকেও। যার জবাবে রবার্টস বলেছেন, ‘‘এখনও অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। তবে আমার মনে হয় না ব্রিসবেনে প্রথম টেস্ট খেলতে ভারত কোনও আপত্তি করবে বলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন