অস্ট্রেলিয়ার কাছে হার হরমনপ্রীতদের

অধিনায়কের জায়গায় ওয়ান ডে দলে অভিষেক হল মুম্বইয়ের ১৭ বছর বয়সি ক্রিকেটার জেমাইমা রডরিগেজ-এর। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জেমাইমা। মাত্র এক রানে অ্যামান্ডা ওয়েলিংটন-এর শিকার তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০৪:০৭
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি অধিনায়ক মিতালি রাজ। ভারতীয় ব্যাটিংয়ে তাঁর অভাবটাই বেশ নজর কাড়ল। পঞ্চাশ ওভারে ২০০ রানে শেষ হয়ে যায় হরমনপ্রীত কৌরদের ইনিংস। ১৭.৫ ওভার বাকি থাকতে দু’উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আইসিসি চ্যাম্পিয়নশিপের তালিকায় চার ম্যাচে চার পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে ভারত।

Advertisement

অধিনায়কের জায়গায় ওয়ান ডে দলে অভিষেক হল মুম্বইয়ের ১৭ বছর বয়সি ক্রিকেটার জেমাইমা রডরিগেজ-এর। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জেমাইমা। মাত্র এক রানে অ্যামান্ডা ওয়েলিংটন-এর শিকার তিনি। সোমবার বডোদরা-য় মিতালির জায়গায় দলকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত কৌর। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৭১ রানের ইনিংসই ফাইনালে পৌঁছে দিয়েছিল ভারতকে। তবে এই ম্যাচে আট রান করেই আউট হয়ে গেলেন তিনি। রান পেলেন না স্মৃতি মানধানাও (১২)। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন দলের মিডিয়াম পেসার পূজা বস্ত্রকর (৫১)। এ ছাড়া অলরাউন্ডার সুষমা বর্মা করেন ৪১ রান।

ভারত ‘এ’-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রত্যেকটিই জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ান ডের প্রথম ম্যাচেই সেই জয়ের ধারা বজায় রাখলেন নিকোল বল্টন-রা। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিকোল নিজেই অপরাজিত ১০০ রানে। কোনও ভাবেই তাঁকে পরাস্ত করার রাস্তা খুঁজে পাননি শিখা পাণ্ডেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন