India vs Australia

টসে জিতে ব্যাটিং, দিনের শেষে অস্ট্রেলিয়া ২৫৬/৯

পুণেতে সকালটা ভালই কাটল স্টিভ স্মিথদের। লাঞ্চের আগে এক উইকেট খুইয়ে ৮৪ রান করল অস্ট্রেলিয়া। এমসিএ স্টেডিয়াম মাঠের হাল্কা শিশির ভেজা পিচের ফায়দা তুলতে ব্যর্থ হয়েছেন ভারতীয় বোলাররা। ইশান্ত শর্মার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে প্রথম থেকেই স্পিন অ্যাটাক করেন বিরাট কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৬
Share:

পুণেতে রিভিউ চেয়ে বসেন অধিনায়ক। ছবি- এএফপি

পুণেতে সকালটা ভালই কাটল স্টিভ স্মিথদের। লাঞ্চের আগে এক উইকেট খুইয়ে ৮৪ রান করল অস্ট্রেলিয়া। এমসিএ স্টেডিয়াম মাঠের হাল্কা শিশির ভেজা পিচের ফায়দা তুলতে ব্যর্থ হয়েছেন ভারতীয় বোলাররা। ইশান্ত শর্মার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে প্রথম থেকেই স্পিন অ্যাটাক করেন বিরাট কোহালি। ৮২ রানের মাথায় প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। উমেশ যাদবের বলে ৩৮ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ডেভিড ওয়ার্নারকে। এরপরেই অসুস্থ হয়ে পড়েন ওপেনার ম্যাট রেনশও। ৩৬ রান করে তাঁকে মাঠ ছাড়তে হয়।

Advertisement

লাঞ্চের পর ফের একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। জয়ন্ত যাদবের বলে ১৬ রানে আউট হন শন মার্শ। মার্শ আউট হয়ে ফিরতেই পর পর আউট হয়ে ফেরেন হ্যান্ডসকম্ব। জাডেজার বলে এলবিডব্লু হয়ে ফেরেন হ্যান্ডসকম্ব। ৪৫ বলে ২২ রান করেন তিনি। পরের ওভারেই অধিনায়ক স্টিভেন স্মিথকে তুলে নেন অশ্বিন। ৯৫ বলে ২৭ রান করেন কোহালিকে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। দলের ১৪৯ রানে দু’উইকেট হারিয়ে টি ব্রেকের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ১৫৩/৪।

টি-এর পর খেলতে নেমেই প্যাভেলিয়নে ফিরলেন মার্শ। জাডেজার বলে এলবিডব্লু আউট হলেন তিনি। করলেন মাত্র চার রান। তিনি আউট হতেই মাঠে নামলেন অসুস্থ হয়ে ফেরা ম্যাট রেনশ। ব্যাট করছেন ওয়েড। ষষ্ঠ উইকেট তুলে নিল ভারত। উমেশের বলে এলবিডব্লু হলেন মাত্র আট রান করে। তাঁর জায়গায় ব্যাট করতে এলেন মিশেল স্টার্ক। সাত নম্বর উইকেট হারিয়ে রীতিমতো সমস্যায় অস্ট্রেলিয়া। ফিরে ৬৮ রান করে আউট হলেন রেন শ। অশ্বিনের বলে মুরলী বিজয়কে ক্যাচ তুলে দিলেন।সাত উইকেট হারিয়ে ২০০ রানের গন্ডি পেড়ল অস্ট্রেলিয়া। ২০০ রানেই আট উইকেট হারিয়ে সমস্যায় অস্ট্রেলিয়া। ২০৫ রানের আউট হলেন ও’কেফে ও লিও। দু’জনকেই প্যাভেলিয়নে পাঠালেন উমেশ যাদব। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ২৫০/৯। ৫৩ রান করে অপরাজিত থাকলেন মিশেল স্টার্ক।

Advertisement

অস্ট্রেলিয়ার সঙ্গে চারটি টেস্ট খেলবে ভারত। পুণেতে শুরু হল প্রথম টেস্ট। বিরাট কোহালির তরুণ ব্রিগেডে ভুবেনেশ্বর কুমারের বদলে জায়গা করে নিয়েছেন জয়ন্ত যাদব। এক নজরে দেখে নেওয়া যাক অজিদের বিরুদ্ধে খেলতে নামা ভারতীয় দলে কারা জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন- দুরন্ত ঘূর্ণির পাকে স্মিথদের ফেলছে ভারত

মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, আজিঙ্ক রাহানে, ঋদ্বিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন