Ashleigh Barty

Ashleigh Barty retirement: মাত্র ২৫ বছর বয়সেই টেনিস থেকে অবসর বিশ্বের এক নম্বর অ্যাশ বার্টির

বার্টিকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব টেনিস সংস্থা লেখে, ‘প্রচুর তরুণীর আদর্শ বার্টি। খেলার প্রতি তাঁর ভালবাসা রয়েছে। আমাদের হৃদয়ে, টেনিস কোর্টে এবং কোর্টের বাইরে যে ছাপ রেখে গেলেন বার্টি, তার জন্য বার্টিকে ধন্যবাদ।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ১০:৫৬
Share:

টেনিসকে বিদায় জানালেন বার্টি। —ফাইল চিত্র

এ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাশলে বার্টি অবসর নিচ্ছেন। নেটমাধ্যমে নিজেই জানালেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা। মাত্র ২৫ বছর বয়সেই খেলা ছেড়ে দিচ্ছেন। বুধবার একটি ভিডিয়ো পোস্ট করে জানালেন বার্টি।

বুধবার সকালে নিজের পোস্ট করা ভিডিয়োয় বার্টি বলেন, “কী ভাবে বলব বুঝতে পারছিলাম না। খুব কঠিন এটা বলা। আমি খুব খুশি এবং তৈরি। আমি জানি এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। টেনিস আমাকে যা দিয়েছে, তার জন্য আমি ধন্য। তবে আমার জন্য এটাই সেরা সময় টেনিস থেকে সরে যাওয়ার এবং নিজের স্বপ্নের পিছনে দৌড়নোর।”

Advertisement

বার্টি জানিয়েছেন তিনি সাংবাদিক বৈঠক করে নিজের অবসরের কথা জানাবেন। বিশ্ব টেনিস সংস্থা তাদের টুইটারে বার্টির অবসরের কথা জানিয়েছে। তারা লিখেছে, ‘এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি অবসর ঘোষণা করেছেন। মেয়েদের খেলায় নিজের সেরা সময় এই সিদ্ধান্ত নিলেন তিনি। এটা খুবই আশ্চর্যের যে এক জন খেলোয়াড় নিজের সেরা সময় থাকাকালীন সরে যাচ্ছেন। তবে বার্টি যা করেছে তাতে বিশ্ব টেনিসের হল অব ফেমে তিনি জায়গা করে নেবেন।’

বার্টিকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব টেনিস সংস্থা লেখে, ‘প্রচুর তরুণীর আদর্শ বার্টি। খেলার প্রতি তাঁর ভালবাসা রয়েছে। আমাদের হৃদয়ে, টেনিস কোর্টে এবং কোর্টের বাইরে যে ছাপ রেখে গেলেন বার্টি, তার জন্য বার্টিকে ধন্যবাদ।’

Advertisement

বার্টির দখলে রয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যাম। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ২০১৯ সালে। ফরাসি ওপেন জিতেছিলেন। এর পর ২০২১ সালে জেতেন উইম্বলডন। কেরিয়ারে ১৫টি সিঙ্গলস এবং ১২টি ডবলস শিরোপা জিতেছেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে মিক্সড ডবলস বিভাগে দেশের হয়ে ব্রোঞ্জ জেতেন বার্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement