ব্যর্থতা ভুলতে চান সঞ্জয়

মায়ানমারে এখন ‘ওয়াটার ফেস্টিভ্যাল’ চলছে’। যে উৎসবের সারমর্ম; পুরনো যত নোংরা-আবর্জনা ধুয়ে ফেলে নতুনকে আহ্বান জানানো। মোহনবাগানও তো সে রকমই চাইছে। আই লিগের সাম্প্রতিক ব্যর্থতা ধুয়ে-মুছে এএফসি কাপে সাফল্যে ফিরতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০৩:১৩
Share:

মায়ানমারে এখন ‘ওয়াটার ফেস্টিভ্যাল’ চলছে’। যে উৎসবের সারমর্ম; পুরনো যত নোংরা-আবর্জনা ধুয়ে ফেলে নতুনকে আহ্বান জানানো। মোহনবাগানও তো সে রকমই চাইছে। আই লিগের সাম্প্রতিক ব্যর্থতা ধুয়ে-মুছে এএফসি কাপে সাফল্যে ফিরতে।

Advertisement

আই লিগে টানা চার ম্যাচে ব্যর্থ কাতসুমিরা। ফলে চ্যাম্পিয়ন হওয়ার আশা বিশ বাঁও জলে। আপাতত আই লিগ ভুলে এএফসি কাপে মনঃসংযোগ করতে চায় সঞ্জয় ব্রিগেড। যে টুর্নামেন্টে আগের তিনটে ম্যাচই জিতেছে তারা। নয় পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপ শীর্ষে। আর তিন পয়েন্ট পেলেই নক আউটে উঠবে সবুজ-মেরুন। বুধবার অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে ইয়াঙ্গন ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বাগান নামছে। এর আগে গুয়াহাটিতে হোম ম্যাচে মায়ানমারের ক্লাবকে ৩-২ হারিয়েছিলেন সনিরা। এ বার সনি নেই। কোচ সঞ্জয় সেনও ফোনে বলে দিলেন, ‘‘টিমটা খুব ভাল। আগের ম্যাচে আমরা জিতলেও বেশ বেগ পেতে হয়েছিল। আর এ বার তো ওদের ঘরের মাঠে খেলা। ম্যাচটা সহজ হবে না।’’

ইয়াঙ্গনের ঘরের মাঠ থেকে সঞ্জয় অবশ্য তিন পয়েন্ট নয়, প্রাথমিক ভাবে এক পয়েন্ট লক্ষ্য রাখছেন। ‘‘তিন পয়েন্ট পেলে ভাল। তবে ড্র হলেও ক্ষতি নেই। আরও দু’টো ম্যাচ বাকি থাকবে। তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই নক আউটে চলে যাব,’’ বললেন বাগান কোচ।’’

Advertisement

বুধবার
এএফসি কাপ— মোহনবাগান: ইয়াঙ্গন ইউনাইটেড (মায়ানমার, ভারতীয় সময় দুপুর ৩-০০)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement