ম্যাচ হেরেও নজর কাড়লেন বাগানের বলবন্ত

এ যেন প্রায় লন্ডনের দিকে তাকিয়ে টোকিও-র সঙ্গে কথা বলার মতোই ব্যাপার! সঞ্জয় সেনের মোহনবাগানের শয়নে-স্বপনে এখন আগামী শনিবারের আই লিগ ম্যাচ। যে ম্যাচে আইজলের বিরুদ্ধে জিতলেই আই লিগ ঢুকবে সবুজ-মেরুন শিবিরে।

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:৫৫
Share:

বিধ্বস্ত: রবীন্দ্র সরোবরে ম্যাচ হেরে হতাশ প্রবীর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

এএফসি কাপ

Advertisement

মেজিয়া ১ • মোহনবাগান ০

এ যেন প্রায় লন্ডনের দিকে তাকিয়ে টোকিও-র সঙ্গে কথা বলার মতোই ব্যাপার! সঞ্জয় সেনের মোহনবাগানের শয়নে-স্বপনে এখন আগামী শনিবারের আই লিগ ম্যাচ। যে ম্যাচে আইজলের বিরুদ্ধে জিতলেই আই লিগ ঢুকবে সবুজ-মেরুন শিবিরে।

Advertisement

রবীন্দ্র সরোবরে বুধবার এএফসি কাপের ম্যাচে মলদ্বীপের মেজিয়ার বিরুদ্ধে তাই মুখে বললেও মনে জেতার তাগিদ ছিল না মোহনবাগানের। সেই সূত্র মেনেই দেবজিৎ, প্রীতম-সহ মোহনবাগানের প্রথম একাদশের সাত ফুটবলার সকালে জিম করে গ্যালারিতে বসে দেখলেন আন্তর্জাতিক ম্যাচে ক্লাবের হার। ম্যাচ হেরে মোহনবাগান কোচ সঞ্জয় সেন-ও বলে গেলেন, ‘‘পরে এএফসি-র ম্যাচ এলে ভাবা যাবে।’’

মেজিয়া কোচ মারিয়ান সেকুলভস্কি কলকাতায় নেমেই টের পেয়েছিলেন এএফসি কাপে মোহনবাগানের এই গা-ছাড়া মনোভাবের। সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচের সঙ্গে দেখা হতেই তিনি করমর্দন করে সঞ্জয় সেনকে আই লিগ জয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে দিলেন।

এদিন রবীন্দ্র সরোবরে জিতে মোহনবাগানকে টপকে গেল মেজিয়া। মোহনবাগানে তার জন্য কোনও হতাশা নেই। ম্যাচ শেষে হাসতে হাসতে বাড়ি গেলেন জেজে-রা। আর তাঁদের কোচ বললেন, ‘‘এই হার কোনও প্রভাব ফেলবে না। এএফসি কাপে বেঙ্গালুরু-র বিরুদ্ধেও হেরেও তো আই লিগে ডার্বি জিতেছি।’’

আরও পড়ুন: শুরুতেই শেষ হয়ে গেল কোচ মৃদুলের অভিযান

প্রথম একাদশে এ দিন ন’জন-কে বদলে দিয়েছিলেন মোহনবাগান কোচ। পিছিয়ে পড়তে দ্বিতীয়ার্ধে নামলেন কাতসুমি। কিন্তু তাতেও পরিস্থিতি পাল্টায়নি। ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা প্রথমার্ধের মাঝামাঝি দুরন্ত প্লেসিং-এ মেজিয়া-র উমেইর-এর গোল। আর অন্তিম লগ্নে মার্চিং অর্ডার পেয়ে আমধান আলির ড্রেসিংরুমে ভাঙচুর।

আর মোহনবাগানের প্রাপ্তি বলবন্ত সিংহ এবং কেন লুইসের উজ্জ্বীবিত ফুটবল। যা দেখে জেজে বলছেন, ‘‘বলবন্ত বোঝাল শনিবারের ম্যাচের আগে ছন্দে আছে। ’’

বোঝাই যাচ্ছে, মোহনবাগানে এএফসি কাপ ব্রাত্য, মোক্ষ আই লিগ

মোহনবাগান: শিবিনরাজ কুন্নিয়িল, সার্থক গলুই (রাজু গায়কোয়াড়), কিংশুক দেবনাথ, বিক্রমজিৎ সিংহ (জুনিয়র), সৌভিক ঘোষ (কাতসুমি ইউসা), প্রবীর দাস, সৌভিক চক্রবর্তী, বিক্রিমজিৎ সিংহ (সিনিয়র), কেন লুইস (আজহারউদ্দিন মল্লিক), জেজে লালপেখলুয়া, বলবন্ত সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement