শ্রীলঙ্কাকে উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ অভিযান শুরু করল বাংলাদেশ

শেষ আন্তর্জাতিক ম্যাচে ভুটানকে হারালেও সাফের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। সাফের সেই ব্যর্থতাকে মুছতে এ বার তেড়েফুঁড়ে শুরু করল মামুনুলরা। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। সামসুল হুদা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে তারা জিতল ৪-২ গোলে। জোড়া গোল করে ম্যাচের নায়ক শাখাওয়াত রনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১১:১০
Share:

শেষ আন্তর্জাতিক ম্যাচে ভুটানকে হারালেও সাফের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। সাফের সেই ব্যর্থতাকে মুছতে এ বার তেড়েফুঁড়ে শুরু করল মামুনুলরা। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। সামসুল হুদা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে তারা জিতল ৪-২ গোলে। জোড়া গোল করে ম্যাচের নায়ক শাখাওয়াত রনি।

Advertisement

সাফে তাদের শেষ ম্যাচে ভুটানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন এই স্ট্রাইকার। এ দিন যেন সেই আগুনে ফর্মেই মাঠে নেমেছিলেন রনি। বাংলাদেশের এই দলটির বেশির ভাগ ফুটবলার অনূর্ধ্ব ২৩-এর। ফলে নব্বই মিনিট সারা মাঠ জুড়ে খেলল গোটা দল। একেক সময়ে টানা ২০টি পাসও খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১৭ থেকে ২২ মিনিটের মধ্যে তিনটি গোল হয়। রনির গোলে দল এগোলেও তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় শ্রীলঙ্কা। পর মুহূর্তেই মামুনুলের কর্নার থেকে দলকে এগিয়ে দেন জাহিদ। প্রথমার্ধের একেবারে শেষে জাহিদের ফ্রি কিক থেকে ৩-১ করেন নবিব।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তেড়েফুঁড়ে শুরু করে শ্রীলঙ্কা। ৫১ মিনিটে ডিফেন্সের ভুলে ৩-২ করে যায় তারা। তবে সারা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলা বাংলাদেশ হেরে যাবে এটা বোধহয় লঙ্কার ফুটবলাররাও ভাবেননি। ৮৬ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন রনি। ম্যাচ শেষ হয় ৪-২ ফলাফলে।

Advertisement

‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ১২ জুন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে সেই ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন রনিরা।

বাংলাদেশ দল: সোহেল, নাসির উদ্দিন, ওয়ালী, নাসিরুল, জামাল, ইয়াসিন, মামুনুল, জাহিদ (হেমন্ত), সোহেল রানা (জুয়েল রানা), নাবিব নেওয়াজ (রাজু), শাখাওয়াত রনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন