বাঘেদের বোলিং দাপটে চাপে সিংহবাহিনী

এ বারও সেই মুস্তাফিজুর! অভিষেক টেস্টেই আমলা, দুমিনি, বাভুমা এবং ডি ককের মতো চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামালেন তিনি। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি বোলাররা প্রবল চাপে রাখে প্রোটিয়াদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ১৬:১২
Share:

এলবিডব্লিউর আবেদন মুস্তাফিজুরের। ছবি: এএফপি।

এ বারও সেই মুস্তাফিজুর! অভিষেক টেস্টেই আমলা, দুমিনি, বাভুমা এবং ডি ককের মতো চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামালেন তিনি। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি বোলাররা প্রবল চাপে রাখে প্রোটিয়াদের।

Advertisement

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হাসিম আমলা। শুরুটা ভালই করেছিল প্রোটিয়ারা। এলগার-ডু প্লেসি জুটিকে প্রথম দিকে সামলানো মুশকিল হয়ে পড়ে। এই জুটি ভেঙে দিয়ে কার্যত প্রেটিয়া শিবিরের কোমর ভেঙে দেন সাকিবরা।

সোমবারেই বাংলাদেশ কোচ হাতুরুসিংঘে হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁর ছেলেদের ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা আছে। ২০টি উইকেট তুলতে না পারলেও সাকিব-মুস্তাফিজুররা যে প্রেটিয়াদের ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটা বলাই বাহুল্য। মুস্তাফিজুরদের দাপটে ২৫০-র গণ্ডিও পেরোতে পারেনি প্রোটিয়ারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন