বাংলাদেশ প্রিমিয়ার লিগে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ এপ্রিল থেকে। যার জন্য রবিবারই হয়ে গেল প্লেয়ার্স নিলাম। প্রথমেই মাহমুদুল্লাহকে তুলে নিল শেখ জামাল ধানমুন্ডি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স নিলামে তিনিই ছিলেন প্রথম ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ১৩ জন প্লেয়ারকে নিয়ে হল প্রথম দফার নিলাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৭:৫৯
Share:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ এপ্রিল থেকে। যার জন্য রবিবারই হয়ে গেল প্লেয়ার্স নিলাম। প্রথমেই মাহমুদুল্লাহকে তুলে নিল শেখ জামাল ধানমুন্ডি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স নিলামে তিনিই ছিলেন প্রথম ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ১৩ জন প্লেয়ারকে নিয়ে হল প্রথম দফার নিলাম। সাব্বির রহমান গেলেন প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবে। নাসির হোসেনকে তুলে নিল দোলেশ্বর স্পোর্টিং। তামিম ইকবাল ও সাকিবকে দলে নিয়ে বাজিমাত করল অবশ্য আবাহনী। আইপিএল-এল পর বিপিএল-এ যোগ দেবেন সাকিব।

Advertisement

মুস্তাফিজুর রহমান গেলেন মহামেডান স্পোর্টিংয়ে। যদিও তাঁকে জুলাই-আগস্টের আগে দলে পাওয়া যাবে। আপাতত হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ভারতে রয়েছেন তিনি। এর পর ইউকে-তে ন্যাটওয়েস্ট টি২০ খেলে তবেই তিনি বিপিএল-এ যোগ দেবেন। একই দলে রয়েছেন মুশফিকুর রহিম। সৌম্য সরকার ও মহম্মদ মিঠুন গেলেন রুপগঞ্জে।মাশরাফি মোর্তাজা গেলেন কলাবাগান ক্রীড়াচক্রে।

আইকন ক্যাটাগরির প্লেয়াররা পাচ্ছেন ৩০ লাখ টাকা করে। এ+ গ্রুপের প্লেয়াররা পাবেন ২৫ লাখ। সাতটি ক্যাটাগরি থেকে ১০জন প্লেয়ারকে নিতে পারবে ক্লাব।১৩ রাউন্ডে হবে এই নিলাম। সব ক্লাবই যত ইচ্ছে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। কিন্তু একটি ম্যাচে খেলাতে পারবে একজনকেই।

Advertisement

আরও খবর

হর্ষের অপসারণের কারণ কিছু সিনিয়র ক্রিকেটার?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement