Test Cricket

মাটি কামড়ে লড়ছেন সাব্বির, জেতা হারার কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ

মুসফিকুরের ৩৯ রান কিছুটা ভরসা দিলেও পর পর উইকেটের পতনে জয় কঠিন করে ফেলে বাংলাদেশ। সাত নম্বরে ব্যাট করতে এসে শেষ পর্যন্ত লড়াই করেন সাব্বির রহমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৭:৩০
Share:

ইংল্যান্ড ২৯৩ ও ২৪০

Advertisement

বাংলাদেশ ২৪৮ ও ২৫৩/৮ (৭৮ ওভার)

এ যেন টি২০র শেষ কয়েক ওভার। শের-ই-বাংলা স্টেডিয়ামে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে। ব্যাট হাতে ততক্ষণে নতুন করে আসার আলো দেখাতে শুরু করেছেন সাত নম্বরে ব্যাট করতে আসা সাব্বির রহমান। এর আগে সব আশাই ছেড়ে দিয়েছিল সমর্থকরা। কিন্তু সাব্বিরের লড়াই ম্যাচে ফিরিয়ে আনল বাংলাদেশকে। এই রাতটা হয়তো না ঘুমিয়েই থাকবেন সাব্বির। পরের দিন সকালটা অন্য চ্যালেঞ্জ। পুরো দিন হাতে। করতে হবে মাত্র ৩৩ রান। হাতে মাত্র দু’উইকেট। সাব্বিরের লড়াই আদৌ কাজে লাগবে কী না সেটা জানতে অপেক্ষা করতে হবে আর একটি রাত।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৯৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে শেষ হয়ে য়ায় ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মেহদি হাসান মিরাজের ছয় উইকেট বাংলাদেশকে ভাল জায়গায় নিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে সেই জায়গা নেন সাকিব আল হাসান। পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে আটকে দেন ২৪০এ। কিন্তু ব্যাট হাতে ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেননি তামিম, মুসফিকুররা। প্রথম ইনিংসে ২৪৮ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ওপেন করতে এসে ব্যাক্তিগত সর্বোচ্চ ৭৮ রান করেছিলেন তামিম ইকবাল। আর কেউই হাফ সেঞ্চুরিও করতে পারেননি। স্টোকস, মইন আলির বলের দাপটে বড় রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৮৫ রান। আর কেউই ইংল্যান্ডেরও ব়ড় রান তুলতে পারেননি। ২৪০ রানে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে আটকে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ব্যাট করতে নামার কথা ছিল বাংলাদেশের। তাও আবার ঘরে মাঠে। কিন্তু তেমনটা হয়নি। কেউই ব়়ড় রানের ইনিংস খেলে দলকে ভরসা দিতে পারেননি। না হলে এই ম্যাচ জেতা ঘরের মাঠে কঠিন ছিল না সাকিবদের জন্য। তামিম ৯ রানে আউট হওয়ার পর ইমরুল কায়েস দলের হাল ধরেন। তাঁর ব্যাট থেকে আসে ৪৩ রান। এর পর মুসফিকুরের ৩৯ রান কিছুটা ভরসা দিলেও পর পর উইকেটের পতনে জয় কঠিন করে ফেলে বাংলাদেশ। সাত নম্বরে ব্যাট করতে এসে শেষ পর্যন্ত লড়াই করেন সাব্বির রহমান। তাঁকে যোগ্য সঙ্গত তাইজুল ইসলামের। শেষ বেলায় টেস্ট ম্যাচেও টি২০র উত্তেজনা ছড়িয়ে পরে। একটা সময় হাতে দু’উইকেট নিয়ে ৩৩ রানের লক্ষ্যে লড়ছিলেন সাব্বিররা। সেখানেই শেষ হল চতুর্থ দিনের খেলা।

আরও পড়ুন: আরও এক বার কবাডি বিশ্বকাপ ভারতের হাতে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন