বাঘবাহিনীর প্রোটিয়া বধ

বাঘের কামড়ে ক্ষতবিক্ষত আফ্রিকান সিংহ! চট্টগ্রামের মাটিতে ইতিহাস গড়ল বাঘবাহিনী। জিম্বাবোয়ে, পাকিস্তান, ভারতের পর বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা তিনটি সিরিজে জয় আনল বাংলাদেশ। ৮৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে জিতল বাংলাদেশে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ১৫:৩৭
Share:

জয়ের নায়ক সৌম্য সরকার। ছবি: এএফপি।

বাঘের কামড়ে ক্ষতবিক্ষত আফ্রিকান সিংহ! চট্টগ্রামের মাটিতে ইতিহাস গড়ল বাঘবাহিনী। জিম্বাবোয়ে, পাকিস্তান, ভারতের পর বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা তিনটি সিরিজে জয় আনল বাংলাদেশ। ৮৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে জিতল বাংলাদেশে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষে একথা নিঃসন্দেহে বলা যায় অ্যাডভান্টেজ বাংলাদেশ। ৪০ ওভারের ইনিংসের শেষে বাঘ বাহিনীর সামনে ১৬৯ রানের লক্ষমাত্রা রাখে প্রোটিয়ারা। ৯ উইকেট হারিয়ে এই রান তোলে দক্ষিণ আফ্রিকা। গড় ৪.২। বাংলাদেশের বোলারদের দাপটে প্রোটিয়ারা কোনওমতে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচলেন। বোলারদের এই ঝাঁঝ ব্যাটসম্যানদের পারফরমেন্সেও দেখা গেল। বৃষ্টি উপেক্ষা করে সেলিব্রেট করতেশুরু করেছে চট্টগ্রাম, ঢাকা-সহ উপমহাদেশের মানুষ।

বৃষ্টিতে ঘন্টা খানেকের জন্য খেলা বন্ধ থাকার পর ফের তা শুরু হয়। যে ভাবে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিয়েছিল শুরু করেছিল বাংলাদেশ, তাতে আশার আলো দেখছিলেন সকলে। খেলার শুরুতেই ৪ উইকেট ছিনিয়ে নিয়ে প্রোটিয়াদের মনোবল ভেঙে দিয়েছিল বাঘবাহিনী। কিন্তু তার পরই ঘটে বৃষ্টি-বিপর্যয়।

Advertisement

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের নির্ণায়ক ম্যাচে মুস্তাফিজুরের বলে ৮ রানের মাথায় ফিরে যান ডি কক। প্রোটিয়াদের ১৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় ওয়ান ডে-তেও ব্যটিংয়ের জোরে ম্যাচ তথা সিরিজ পকেটস্থ করল বাংলাদেশ। এ দিনের দলে কোনও পরিবর্তন করেনি তারা। তবে দক্ষিণ আফ্রিকায় ক্রিস মরিসের জায়গায় এ দিন মাঠে নামেন মর্নি মরকেল।

১০৭ বলে ৯০ রানের ইনিংস খেলে জয়ের কারিগর সৌম্য সরকার সিরিজসেরার পুরস্কারও জিতলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement