Bangladesh Test Team

ঢাকা টেস্টে বাংলাদেশ দলে আরও দু’জনের অভিষেক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ পেসার শুভাশিস রায় ও ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন প্রথম টেস্ট খেলা পেসার শফিউল ইসলাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ২৩:৩৭
Share:

পেসার শুভাশিস রায় ও ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ পেসার শুভাশিস রায় ও ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন প্রথম টেস্ট খেলা পেসার শফিউল ইসলাম।

Advertisement

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯ ওভার, দ্বিতীয় ইনিংসে ৩ অভার। সব মিলিয়ে ১২ ওভার বল করেছেন শফিউল ইসলাম। তবে কোনও উইকেট পাননি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার এটাই কারণ।

আর এক পেসার কামরুল ইসলাম রাব্বি প্রথম ইনিংসে ৮ ওভারে ৪১ রান দিলেও পরের ইনিংসে পুরনো বলে বেশ ভাল বোলিং করেছেন। নিয়েছেন জনি বেয়ারস্টোর উইকেট। আর তাতেই টিকে গিয়েছেন ঢাকা টেস্টে।

Advertisement

চট্টগ্রাম টেস্ট স্কোয়াডে এক সঙ্গে ছয় পরিবর্তন করা হয়েছিল। ছিলেন চার নতুন মুখ। এর মধ্যে অভিষেকও হয়ে গিয়েছে দুই ক্রিকেটারের। এবার ঢাকা টেস্টে আবারও দুই নতুন মুখের আবির্ভাব ঘটতে চলেছে।

মোসাদ্দেক টেস্ট দলের দরজায় কড়া নাড়ছিলেন বেশ কিছুদিন ধরেই। ইতিমধ্যেই পাঁচটি ওয়ানডে খেলেছেন, রেখেছেন সম্ভাবনার ইঙ্গিত। তবে দেশের ক্রিকেটে তিনি আগেই নজর করেছেন।

জাতীয় লিগ, বিসিএলে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। রেকর্ড তিনটি ডবল সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ ২৮২। ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচে সাত সেঞ্চুরিতে রান প্রায় ২ হাজার, গড় ৭০.৮৯! অফ স্পিনে উইকেট আছে ১৬টি।

এদিকে শুভাশিস দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন ২০০৭ সাল থেকে। ৫১টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৭ বছর বয়সী পেসারের উইকেট ১৩৬টি।

ঢাকা টেস্টে বোলিংয়ে সাকিবের পাশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। আর পেস বোলিংয়ে কামরুল ইসলাম রাব্বির সঙ্গে যোগ দিচ্ছেন শুভাশিস।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে (২০-২৪ অক্টোবর) জয়ের কাছাকাছি গিয়েও ২২ রানের ব্যবধানে হেরে যায় টাইগাররা।

আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচ। খেলা শুরু হবে সকাল ১০টায়।

মিরপুরে মুশফিকরা ঘুরে দাঁড়াবেন সেই আশাই করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

১৫ সদস্যের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশিস রায়।

আরও খবর

বাংলাদেশ হারলেও এই ম্যাচটি ছিল সাব্বির-মিরাজদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন