লিওনেল মেসির আবেদনে বার্সেলোনা প্রস্তাব দিতে চলেছে অ্যাঞ্জেল দি’মারিয়াকে। শোনা যাচ্ছে ম্যান ইউ উইঙ্গারের জন্য প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব তৈরি করছে বার্সা। কোপা শেষ হলেই প্রাথমিক ভাবে ক্লাব কথা সারবে তাঁর এজেন্টের সঙ্গে। যদিও দি’মারিয়া বলেছেন, ‘‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলতে চাই।’’