লা লিগা

লা লিগায় অঘটন, বার্সা-রিয়ালের হার

সেভিয়া অবশ্য ভাল দল। তাই রিয়ালের বিরুদ্ধে তাদের জয়কে অপ্রত্যাশিত নয়। কিন্তু কেউ ভাবতে পারেননি, বার্সেলোনাকে হারিয়ে দেবে লেগানেস। যা নিয়ে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বললেন, ‘‘হঠাৎই কঠিন পরিস্থিতিতে পড়ে গেলাম। ব্যাপারটা সত্যিই অপ্রত্যাশিত।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৩
Share:

বিষাদ: হেরে হতাশ মেসি। এএফপি

সেভিয়া ৩ রিয়াল মাদ্রিদ ০

Advertisement

লেগানেস ২ বার্সেলোনা ১

লা লিগায় একই দিন দু’টি বড় অঘটন। লিগ টেবলে সব চেয়ে নীচে থাকা দল লেগানেসের কাছে ১-২ হেরে গেলেন লিয়োনেল মেসিরা। আর সেভিয়া ৩-০ হারাল রিয়াল মাদ্রিদকে। দু’দলই এ বারের লা লিগায় প্রথম হারল। এবং দু’দলেরই হারের প্রধান কারণ ভঙ্গুর ডিফেন্স।

Advertisement

সেভিয়া অবশ্য ভাল দল। তাই রিয়ালের বিরুদ্ধে তাদের জয়কে অপ্রত্যাশিত নয়। কিন্তু কেউ ভাবতে পারেননি, বার্সেলোনাকে হারিয়ে দেবে লেগানেস। যা নিয়ে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বললেন, ‘‘হঠাৎই কঠিন পরিস্থিতিতে পড়ে গেলাম। ব্যাপারটা সত্যিই অপ্রত্যাশিত।’’

বার্সার হারের জন্য দায়ী জেরার পিকে। তিনিই একটা বল বিপন্মুক্ত করতে গিয়ে বিপক্ষ ফুটবলারের পায়ে সাজিয়ে দেন। যা থেকে সহজেই গোল করে যান অস্কার রদ্রিগেস। ২-১ এগিয়েও যায় লেগানেস। তার আগে লেগানেসের নাবিল আল ঝার ১-১ করেছিলেন। দিনের সেরা গোলটা অবশ্য বার্সার ফিলিপ কুটিনহোর ভলি থেকে করা। যদিও শেষ পর্যন্ত তার আর কোনও মূল্য থাকল না। এর ঠিক আগের ম্যাচটাই জিরোনার সঙ্গে ড্র করেছিল বার্সা। তারপরও ভালভার্দে ঘুরিয়ে-ফিরিয়ে ফুটবলার খেলিয়ে যাচ্ছেন। জিরোনার বিরুদ্ধে তিনি প্রথম এগারোয় রাখেননি কুটিনহো, ইভান রাকিতিচ ও স্যামুয়েল উমতিতিকে। বুধবার লেগানেসের বিরুদ্ধে নামাননি লুইস সুয়ারেস ও জর্ডি আলবাকে। ভালভার্দে অবশ্য হারের দায় নিয়ে বলেছেন, ‘‘পরাজিত দলের কোচকে দায় তো নিতেই হবে।’’

শনিবার বার্সারও কঠিন ম্যাচ। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। তার চার দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের সঙ্গে খেলা ওয়েম্বলিতে। বার্সার আরও উদ্বেগ নিশ্চিত ভাবেই পিকেকে নিয়ে। জিরোনা ম্যাচেও তাঁর ভুলে গোল হয়েছে। তার উপর আগের ম্যাচে লাল কার্ড দেখায় চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিরুদ্ধে খেলতে পারবেন না উমতিতি।

লেগানেসের কাছে বার্সা হারায় রিয়ালের সামনে সেভিয়াকে হারিয়ে টেবলে শীর্ষে চলে আসার বড় সুযোগ ছিল। হল ঠিক উল্টোটা। প্রথমার্ধেই তারা ০-৩ পিছিয়ে পড়ে। সেভিয়ার হয়ে জোড়া গোল করলেন আন্দ্রে সিলভা। ১৭ ও ২১ মিনিটে। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি বেন ইয়াদ্দের। স্বভাবতই হতাশ রিয়াল কোচ লোপেতেগি। বললেন, ‘‘প্রথমার্ধে সত্যিই আমরা খুব খারাপ খেলেছি। তিন দিনের মধ্যে লিগে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এ রকম খেলে নিজেদের সেরাটা দিতে না পারলে আতলেতিকোর বিরুদ্ধে কী হবে আমি নিজেও জানি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন