রোনাল্ডোর দেশে মেসি শো, নেমারদের কটাক্ষ রবেনের

জেরেমি বলেছেন, বার্সেলোনার প্রেসিডেন্ট এবং স্পোর্টিং ডিরেক্টরকে তিনি বার্সার বিরুদ্ধে গোল করে জবাব দিতে চান। কীসের জবাব? যে ভাবে তাঁকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হল, তার জবাব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১৫
Share:

আগমন: লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পৌঁছে গেলেন লিওনেল মেসি। ছবি: টুইটার।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছোটবেলার ক্লাবের বিরুদ্ধে খেলতে লিসবন পৌঁছে গেলেন লিওনেল মেসি। স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচে আগে আবার শিরোনামে জেরেমি ম্যাথিউ। তিন বছর বার্সেলোনায় থাকার পরে যিনি এ বার স্পোর্টিং লিসবনে সই করেছেন।

Advertisement

জেরেমি বলেছেন, বার্সেলোনার প্রেসিডেন্ট এবং স্পোর্টিং ডিরেক্টরকে তিনি বার্সার বিরুদ্ধে গোল করে জবাব দিতে চান। কীসের জবাব? যে ভাবে তাঁকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হল, তার জবাব।

এ দিকে, মাঠে নামার আগেই ঠোকাঠুকি শুরু হয়ে গেল বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দুই দল প্যারিস সঁ জরমঁ এবং বায়ার্ন মিউনিখের। আরও স্পষ্ট করে বললে বাক্যবাণ এল জার্মান ক্লাবের তরফে। বায়ার্নের তারকা আর্জেন রবেন চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে প্যারিস সঁ জরমঁ-কে ব্যঙ্গ করে বললেন, ‘‘অর্থ খরচ করাটাই সব নয়। পয়সা কিন্তু গোল করে না।’’

Advertisement

বায়ার্নের উইঙ্গারের ইঙ্গিতটা যে এ বার প্যারিস সঁ জরমঁ –এর ফুটবলার কিনতে রেকর্ড অর্থ খরচ করার দিকেই, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। তিনি বলেন, ‘‘নিশ্চিত ভাবে প্যারিস এ বার আমাদের থেকে বেশি ইউরো খরচ করেছে ঠিকই। কিন্তু অর্থ তো আর গোল করে না। একটা ভাল দল গোল করে। সেটা মাথায় রাখতে হবে।’’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম সিএসকেএ মস্কো (রাত ১২-১৫), প্যারিস সঁ জরমঁ বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১২-১৫, সোনি টেন টু), চেলসি বনাম আতলেতিকো মাদ্রিদ (রাত ১২-১৫, সোনি সিক্স), য়ুভেন্তাস বনাম অলিম্পিয়াকোস (রাত ১২-১৫, নিক এইচডি প্লাস)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন