Spanish football federation

মুক্ত নেমার, ট্রান্সফার মানি পৌঁছল বার্সার ঘরে

বার্সেলোনার তরফে ট্রান্সফারের নিয়ম সম্পূর্ণ হয়ে গেলে সেটা ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে পাঠাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কারণ বার্সেলোনাকে এই ট্রান্সফার পাঠাতে হবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৮:৩৪
Share:

পিএসজি-র অনুশীলনে নেমার জুনিয়র। ছবি: এএফপি।

নেমারের ট্রান্সফার মানির চেক পৌঁছে গেল বার্সেলোনার কাছে। এ বার হয়তো পিএসজির হয়ে ম্যাচ খেলতে পারবেন ব্রাজিল তারকা। ১৬৭৩ কোটি টাকার বিনিময়ে শেষ পর্যন্ত নেমার ছাড়তে রাজি হয়েছিল বার্সালোনা। কিন্তু আইনি জটিলতায় সেই টাকার বার্সার ঘরে না পৌঁছনোয় ট্রান্সফার সার্টিফিকে দেওয়া হয়নি নেমারকে। যে কারণে পিএসজির হয়ে প্রথম ম্যাচ গ্যালারিতেই বসে দেখতে হয়েছে। শেষ পর্যন্ত সেই সমস্যা মিটল। ক্লাবের তরফে বলা হয়েছে, ‘‘চেক এসে গিয়েছে। আমরা ট্রান্সফারের কাজ শুরু করেছি।’’

Advertisement

আরও পড়ুন

বার্সলোনার থেকে বড় নন নেমার: ক্লাব প্রেসিডেন্ট

Advertisement

নেমারের জার্সি বিক্রি করে একদিনেই ১০ লাখ ইউরো পিএসজির ঘরে

বার্সেলোনার তরফে ট্রান্সফারের নিয়ম সম্পূর্ণ হয়ে গেলে সেটা ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে পাঠাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কারণ বার্সেলোনাকে এই ট্রান্সফার পাঠাতে হবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। তবে তা রবিবারের আগে না পৌঁছলে পরের ম্যাচও খেলা হবে না নেমারের। তবে স্প্যানিশ ফুটবলের তরফে জানানো হয়েছে, বার্সেলোনা থেকে যে মুহূর্তে ট্রান্সফার চলে আসবে তাঁরা তখনই তা নিয়ে ব্যবস্থা নেবে। বিশ্ব রেকর্ড করে ট্রান্সফার ফির বিনিময়েই বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছেন নেমার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা অপেক্ষা করে বসে আছে কতক্ষণে নেমার নামবেন তাদের হয়ে। আশা করছে দ্রুত মিটে যাবে এই সমস্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement