barcelona

কোমানের রক্তপাত, বার্সার ভরসা মেসি

সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে কোমান জানিয়ে দেন, লিয়োনেল মেসির উপর থেকে চাপ কমাতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৩
Share:

প্রস্তুতি: সেভিয়া ম্যাচের আগে বার্সেলোনার অনুশীলনে মেসি। টুইটার

লা লিগা টেবলে তাঁর দল রয়েছে তিন নম্বরে। শনিবার সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বার্সেলোনা শিবিরের উদ্বেগ বাড়িয়ে দিলেন ম্যানেজার রোনাল্ড কোমান।

Advertisement

শুক্রবার সাংবাদিক সম্মেলন চলাকালীন তাঁর নাক থেকে রক্ত পড়তে শুরু করে। প্রথমে পরিস্থিতি সামাল দিতে তিনি নাকে রুমাল চেপে ধরেন। কিন্তু তাতেও রক্তপাত বন্ধ হয়নি। বাধ্য হয়ে দ্রুত সাংবাদিক সম্মেলন শেষ করে তিনি বেরিয়ে যান।

সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বার কোমানের নাক থেকে রক্তপাত হল। ক্লাবের তরফে জানানো হয়েছে, গত বছরের মে মাসে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল কোমানের। চিকিৎসাশাস্ত্রের ভাষায় ‘ব্লাড থিনিং পদ্ধতিতে’ তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। সেই কারণেই মাঝেমধ্যে তাঁর নাক থেকে রক্তপাত হয়। তাঁকে পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।

Advertisement

সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে কোমান জানিয়ে দেন, লিয়োনেল মেসির উপর থেকে চাপ কমাতে হবে। এগিয়ে আসতে হবে অন্যদেরও। তিনি বলেছেন, ‘‘সিনিয়ররাই সব সময় ম্যাচ বার করে দেবে, এটা হতে পারে না। হওয়া উচিতও নয়। লিয়ো এই মরসুমে এখনই ১৮ গোল করে ফেলেছে। অন্যরা সবাই মিলে যে গোল করেছে।’’ যোগ করেছেন, ‘‘এলচের বিরুদ্ধেও লিয়োই তো দু’টো গোল করল। অন্যরা এ বার ওর পাশে দাঁড়াক। সব সময় কেন সেরা ফুটবলাররের উপরে দল নির্ভর করবে? সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু অভিজ্ঞরাই সব করে দেবে না।’’

এ’মরসুমে কোপা দেল রে ট্রফিতে সেভিয়ার কাছেই সেমিফাইনালের প্রথম লেগে ০-২ হেরে পিছিয়ে আছে বার্সেলোনা। কোমান মনে করছেন শুধু বার্সেলোনা নয়, উপরের দিকে থাকা সব দলই এখন রীতিমতো চাপে আছে। বলেছেন, ‘‘প্রতিটি মুহূর্তই এখন কঠিন। এবং সেটা সবার জন্যই। আগামী কয়েক দিনে উপরের দিকে থাকা সব ক্লাবকেই নিজেদের মধ্যে খেলতে হবে। তা হলে কেন শুধু বার্সার কথা বলা হচ্ছে? চাপ সবারই আছে।’’

কোমান যোগ করেছেন, ‘‘এটা মাথায় রাখছি যে আমি বার্সেলোনার মতো ক্লাবের কোচ। এখানে কোচদের সবসময়ই চাপ নিয়ে কাজ করতে হয়।’’ সামান্য কয়েক দিনের মধ্যে পরপর সেভিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে মন্তব্য, ‘‘মানছি কাজটা কঠিন। কিন্তু দু’টো ম্যাচ এক নয়। একটা লিগ। অন্যটা নকআউট টুর্নামেন্টের খেলা। অবশ্যই আমারা দু’টো ম্যাচই জেতার চেষ্টা করব। কোপায় ওদের বিরুদ্ধে প্রথম লেগে আমরা হেরেছি। এটা মাথায় রেখেই খেলতে হবে। তবে আপাতত শনিবারের লিগের ম্যাচটার কথাই ভাবছি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে অন্যদেরও চাপে রাখাই এই মুহূর্তে একমাত্র লক্ষ্য।’’

সেভিয়ার বিরুদ্ধে বার্সা ম্যানেজার দলে রেখেছেন তরুণ উরুগুয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউজ়োকে। কোমানের কথা, ‘‘এই মরসুমটা দারুণ খেলছ ছেলেটা। ভাল ডিফেন্ডারের সব গুণ ওর আছে। স্বাস্থ্য ভাল। শক্তিশালী। গতিও আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন