Barcelona

জয় বার্সেলোনা, লিভারপুলের, আটকে গেল জুভেন্টাস

লা লিগার লড়াইয়ে ফিরে এল বার্সেলোনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১২:০৪
Share:

সমতা ফিরিয়ে উচ্ছ্বসিত বার্সেলোনার জর্ডি অ্যালবা। ছবি টুইটার থেকে নেওয়া।

রিয়াল সোশিয়েদাদকে ২-১ হারিয়ে লা লিগার লড়াইয়ে ফিরে এল বার্সেলোনা। বুধবার জয়ের পর পয়েন্ট তালিকায় এখন পাঁচে লিয়োনেল মেসির দল।

Advertisement

১২ ম্যাচে তাদের পয়েন্ট ২০। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ১১ ম্যাচে পয়েন্ট ২৬। রিয়াল সোশিয়েদাদ (১৪ ম্যাচে ২৬ পয়েন্ট), রিয়াল মাদ্রিদ (১৩ ম্যাচে ২৬ পয়েন্ট), ভিয়ারিয়েল (১৩ ম্যাচে ২২ পয়েন্ট) রয়েছে পর পর। বার্সেলোনা এর পরই রয়েছে ৫ নম্বরে।

বার্সার কাছে হারের ফলে লা লিগায় শীর্ষস্থান হারাল সোশিয়েদাদা। যদিও তারাই প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। ২৬ মিনিটে গোল করেছিলেন উইলিয়ান জোস। ৪ মিনিট পরে সমতা ফেরান জর্ডি অ্যালবা। বিরতির ঠিক আগে বার্সার হয়ে জয়সূচক গোল করেন ফ্রেনকি দি জং। অ্যালবা পরে বলেন, “এটাই মরসুমের সেরা ম্যাচ।এই জয় লা লিগার বাকি ম্যাচে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”

Advertisement

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে গেল

আরও পড়ুন: মায়ের সঙ্গে লিয়েন্ডার, ছবি পোস্ট করলেন জেনিফার​

মেসির দল জিতলেও আটকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সিরি আ-র ম্যাচে আটলান্টার বিরুদ্ধে ১-১ ড্র করল জুভেন্টাস। সিআর সেভেন নন, ২৯ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন ফেডেরিকো চিয়েসা। ৫৭ মিনিটে আটলান্টার হয়ে সমতা ফেরান রেমো ফ্রুয়েলার। ড্রয়ের ফলে ১২ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট দাঁড়াল ২৪।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে ২-১ হারাল লিভারপুল। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল ছিল তাদেরই কাছে। গোলে ১১টি শটও নিয়েছিল লিভারপুল। ২৬ মিনিটে তাদের এগিয়ে দেন মহম্মদ সালাহ। ৩৩ মিনিটে সমতা ফেরান হিউং-মিন সন। ৯০ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোল করেন রবার্তো ফিরমিনো। ১৩ ম্যাচে লিগ শীর্ষে থাকা লিভারপুলের পকেটে ২৮ পয়েন্ট।

ফরাসি লিগে জিতল পিএসজি-ও। তারা ২-০ হারাল লরিয়েন্টকে। গোল করলেন কিলিয়ান এমবাপে ও মোইজে কিন। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন