Barcelona

মেসির সঙ্গে বিবাদের জেরে পদত্যাগই করতে হল বার্সেলোনা প্রেসিডেন্টকে

স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, লিয়োনেল মেসির সঙ্গে সংঘাতের কারণেই সরতে হল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ০৫:২২
Share:

ছবি সংগৃহীত।

আজ বুধবার লড়াই জুভেন্টাসের বিরুদ্ধে। তার আগেই প্রবল চাপে থাকা বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল।

Advertisement

স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, লিয়োনেল মেসির সঙ্গে সংঘাতের কারণেই সরতে হল তাঁকে। সেই বার্সা মহাতারকার বিরুদ্ধে নামার আগে সতর্ক জুভেন্টাসের নতুন গুরু আন্দ্রেয়া পিরলো। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “কোচ হিসেবে প্রথম মেসিকে থামানোর পরীক্ষা। মেসির প্রাপ্য সম্মান অবশ্যই দেব।” করোনার কারণে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জিতল বায়ার্ন, ড্র ইন্টারের: চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বায়ার্ন মিউনিখ ২-১ হারাল লোকোমোটিভ মস্কোকে। বায়ার্নের গোলদাতা লিয়ন গোরেৎস্কা ও জোশুয়া খিমিচ। পাশাপাশি শাখতার ডনেস্কের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইন্টার মিলানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement