Sports news

বার্সা ছাড়ছেন, নিশ্চিত হতেই সরানো হল নেমারের ছবি

নেমারকে বুধবার ক্লাবের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি। আর বৃহস্পতিবার ক্লাবের বিজ্ঞাপনী পোস্টার থেকে রাতারাতি মুছে ফেলা হল নেমারের মুখ। এই সপ্তাহের শেষেই হয়ত নিশ্চিত হয়ে যাবে নেমারের পরবর্তী ক্লাবের চুক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৪:১১
Share:

এই পোস্টার থেকে বাদ গেল নেমারের ছবি। ছবি: সংগৃহীত।

তিন বছর বার্সেলোনায় কেটেছে সাফল্যের সঙ্গেই। তবুও তিনি দল ছাড়ছেন। প্রথমে ক্লাব তাঁকে ছাড়তেই চায়নি। তার জন্য বিরাট ট্রান্সফার মূল্য চেয়ে বসেছিল যাতে আটকে রাখা যায় নেমার জুনিয়রকে। কিন্তু ব্রাজিল তারকা ছিলেন নাছোড়বান্দা। প্যারিস সঁ জরমঁ-র সঙ্গে কথাও পাকা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ক্লাব তাঁকে ছাড়তে বাধ্য হল। চুক্তির পরিমান ভারতীয় মুদ্রায় ১৬৭৩ কোটি।

Advertisement

আরও খবর: ১৬৭৩ কোটি দর নেমারের

সেই নেমারকে বুধবার ক্লাবের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি। আর বৃহস্পতিবার ক্লাবের বিজ্ঞাপনী পোস্টার থেকে রাতারাতি মুছে ফেলা হল নেমারের মুখ। এই সপ্তাহের শেষেই হয়ত নিশ্চিত হয়ে যাবে নেমারের পরবর্তী ক্লাবের চুক্তি। শুক্রবারই প্যারিসে উড়ে যাওয়ার কথা নেমার জুনিয়রের। পাঁচ বছরের চুক্তি হওয়ার কথা এই ক্লাবের সঙ্গে। প্রতি মরসুমে যেখানে নেমারের রোজগার হওয়ার কথা প্রায় সওয়া দু’শো কোটি। বুধবারই নেমারের উদ্দেশে ইনস্টাগ্রামে তাঁর স্মৃতি ভাগাভাগি করে নিয়েছিলেন মেসি। শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু বার্সেলোনায় নেমারের শেষটা খুব একটা ভাল হল না।

Advertisement

আরও খবর: নেইমারকে মেসির বিদায় বার্তা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement