আজ মেসিদের নতুন চ্যালেঞ্জ

ভাল আর মন্দ ইতিহাসকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল অভিযান শুরু করছে দুই হটফেভারিট বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ। প্রথম পর্বে নিজেদের মাঠে বায়ার্নের সামনে ঠিক গত বারের মতোই বেনফিকা। যাদের বিরুদ্ধে এই টুর্নামেন্টে এর আগে তিন বার খেলেই জিতেছে কেবল নয় বায়ার্ন, প্রতি বার অন্তত পক্ষে তার পর ফাইনালে উঠেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ০৩:১২
Share:

ভাল আর মন্দ ইতিহাসকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল অভিযান শুরু করছে দুই হটফেভারিট বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ।

Advertisement

প্রথম পর্বে নিজেদের মাঠে বায়ার্নের সামনে ঠিক গত বারের মতোই বেনফিকা। যাদের বিরুদ্ধে এই টুর্নামেন্টে এর আগে তিন বার খেলেই জিতেছে কেবল নয় বায়ার্ন, প্রতি বার অন্তত পক্ষে তার পর ফাইনালে উঠেছে। মানে ভাল ইতিহাস গুয়ার্দিওলা-মুলারদের।

অন্য দিকে ঘরের মাঠে এমএসএনের বার্সা মুখোমুখি আটলেটিকো মাদ্রিদের দেশজ চ্যালেঞ্জের। অর্থাৎ লড়াই চলতি স্প্যানিশ লিগের এক বনাম দুইয়ের। তবে চ্যাম্পিয়ন্স লিগে দু’দলের শেষ লড়াইয়ে ২০১৩-১৪ মরসুমে এই শেষ আটেই আটলেটিকোর কাছে হেরে মেসিরা ছিটকে গিয়েছিলেন। সঙ্গে দু’দিন আগেই এল ক্লাসিকোতে বার্সার হারই শুধু নয়, লুইস এনরিকের দলের টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড চুরমার হওয়ার ক্ষতও থাকছে মঙ্গল-রাতে ন্যু কাম্পে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement