বার্সার নায়ক সেই মেসি

পিছিয়ে থেকেও রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে ৩-১ জিতল বার্সেলোনা। ভালভার্দের দলের জয়ের নায়ক সেই মেসি। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি গোল করালেনও তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০২:২৮
Share:

উচ্ছাস: পেনাল্টি থেকে গোল করার পর।—ছবি এপি।

পিছিয়ে থেকেও রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে ৩-১ জিতল বার্সেলোনা। ভালভার্দের দলের জয়ের নায়ক সেই মেসি। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি গোল করালেনও তিনি। বার্সার এই জয়ের ফলে লা লিগায় টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকল ভালভার্দের দল।

Advertisement

প্রথমার্ধের ২৪ মিনিটে অপ্রত্যাশিত ভাবে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। গোল করেন দে থোমাস গোমেস। মেসির ফ্রি-কিক থেকে হেড করে ৩৮ মিনিটে সমতা ফেরান জেরার পিকে। ৫১ মিনিটে মেসি নিজে গোল করে ২-১ ফলে এগিয়ে দেয় দলকে। ৮২ মিনিটে জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেস।

রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে গোল করে ২৫ ম্যাচে ২৬ গোল হয়ে গেল মেসির। গোলদাতাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে সুয়ারেস। তাঁর গোলসংখ্যা ১৭।

Advertisement

বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফের ম্যাচ রয়েছে বার্সার। প্রতিপক্ষ লিয়ঁ। প্রথম লেগে ফ্রান্সের এই ক্লাবের বিরুদ্ধে ০-০ ড্র করে বার্সা। ফিরতি ম্যাচে তারা কী করে সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement