বিদায় বাস্তিয়ান

জার্মানির ফুটবলকে যতই যান্ত্রিক হিসেবে সমালোচনা করা হোক, সে দেশের ফুটবলারদের যে হৃদয় আছে, প্রমাণ করে দিলেন বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৯
Share:

উচ্ছ্বাস ও কান্না। বিদায়ী ম্যাচে সোয়াইনস্টাইগার। ছবি: এএফপি।

জার্মানির ফুটবলকে যতই যান্ত্রিক হিসেবে সমালোচনা করা হোক, সে দেশের ফুটবলারদের যে হৃদয় আছে, প্রমাণ করে দিলেন বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। বুধবার বরুসিয়া পার্কে দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন বত্রিশের বাস্তিয়ান। ৬৮ মিনিট পর্যন্ত খেলে চোখে জল নিয়ে শেষ বারের জন্য মাঠ ছাড়েন তিনি। এক যুগের আন্তর্জাতিক কেরিয়ারে দেশের হয়ে এটা তাঁর ১২১তম ম্যাচ ছিল। ‘‘এই ফেয়ারওয়েল ওর প্রাপ্য। বারো বছর ধরে জাতীয় টিমটাকে ও তৈরি করেছে। ও না থাকলে আমরা এত সাফল্য পেতাম না,’’ বলেছেন বিশ্বকাপজয়ী জার্মান কোচ জোয়াকিম লো। ফিনল্যান্ডের বিরুদ্ধে বুধবারের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ২-০ জিতেছে জার্মানি। গোল করেন ম্যাক্সিমিলিয়ান মেয়ার এবং পলাস আরাজুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন