Lyon

বিপজ্জনক লিয়ঁ বনাম দুরন্ত বায়ার্ন

লিয়ঁর ম্যানেজার রুডি গার্সিয়াও বলছেন, ‘‘লেয়নডস্কি, মুলার (থোমাস) অসাধারণ। কিন্তু বার্সার বিরুদ্ধে সব চেয়ে মারাত্মক যেটা দেখলাম, তা ওদের গতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৫:৫৫
Share:

লিঁয়র অনুশীলন। ছবি: এএফপি।

টানা ২৪ ম্যাচে অপরাজিত। শেষ ২৮ ম্যাচে গোলের গড় ৩.৪। দলে রবার্ট লেয়নডস্কির মতো সুযোগসন্ধানী। মাত্র ৪৫ ম্যাচে এ বার যাঁর গোল ৫৪। একটি করে গোল প্রতি ৭৩ মিনিটে। তার উপর কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসির বার্সেলোনার বিরুদ্ধে ৮-২ গোলে জয়ী। এ হেন বায়ার্ন মিউনিখ যে বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে লিয়ঁর বিরুদ্ধে এগিয়ে থেকে মাঠে নামবে সেটা এক কথায় বলে দিচ্ছেন ফুটবল বিশ্লেষকেরা। তা ফ্রান্সের লিগে সপ্তম হওয়া ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস, ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে অঘটন ঘটালেও। এমনকি ম্যান সিটির বিরুদ্ধে জোড়া গোল করা মুসা দেম্বেলের কথাকেও কেউ গুরুত্ব দিচ্ছেন না। যিনি বলেছেন, ‘‘দেখে নেবেন, লিসবনে আমরা বায়ার্নকেও হারাব।’’

Advertisement

লিয়ঁর ম্যানেজার রুডি গার্সিয়াও বলছেন, ‘‘লেয়নডস্কি, মুলার (থোমাস) অসাধারণ। কিন্তু বার্সার বিরুদ্ধে সব চেয়ে মারাত্মক যেটা দেখলাম, তা ওদের গতি। তাই আমরা যে আন্ডারডগ হয়েই খেলব সেটা না বললেও চলে।’’ বায়ার্ন ম্যানেজার হান্সি ফ্লিক কিন্তু বলছেন, ‘‘এখনই আবেগে ভাসার কিছু হয়নি। তা ছাড়া, লিয়ঁ দলটা শারীরিক ভাবে অসম্ভব ভাল জায়গায় আছে। সেমিফাইনালে ওদের মাঝমাঠকে চাপে রাখতে না পারলে জেতাটা সহজ হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন