অভিনব প্রয়াস বায়ার্নের

উদ্বাস্তুদের সাহায্যার্থে বায়ার্ন মিউনিখ। গত কয়েক দিনে সিরিয়া থেকে বহু উদ্বাস্তু এসেছেন জার্মানিতে। চমকপ্রদভাবে তাদের পাশে দাঁড়িয়েছে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। ক্লাবের চিফ এগজিকিউটিভ কার্ল হেইঞ্জ রুমেনিগে সরকারি বিবৃতিতে বলেছেন, ‘‘এটা আমাদের সামাজিক দায়িত্ব। ওদের সাহায্য করা উচিত। ওরা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share:

উদ্বাস্তুদের সাহায্যার্থে বায়ার্ন মিউনিখ। গত কয়েক দিনে সিরিয়া থেকে বহু উদ্বাস্তু এসেছেন জার্মানিতে। চমকপ্রদভাবে তাদের পাশে দাঁড়িয়েছে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। ক্লাবের চিফ এগজিকিউটিভ কার্ল হেইঞ্জ রুমেনিগে সরকারি বিবৃতিতে বলেছেন, ‘‘এটা আমাদের সামাজিক দায়িত্ব। ওদের সাহায্য করা উচিত। ওরা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে।’’

Advertisement

উদ্বাস্তু শিশুদের জন্য ট্রেনিং ক্যাম্প তৈরি করা ছাড়াও খাদ্যের যোগান দেওয়া হবে। আবার জার্মান ভাষার ক্লাসও নেওয়া হবে। বায়ার্নের পরের ঘরোয়া ম্যাচ অগসবার্গের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর। সেই ম্যাচে প্রত্যেক ফুটবলার একজন উদবাস্তু শিশুকে নিয়ে মাঠে প্রবেশ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement