ভারতীয় ক্রিকেট দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট দলের কোচের জন্য আবেদনপত্র চাইল বিসিসিআই। আগামী ১০ জুনের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে ইচ্ছুকদের আবেদনপত্র জমা দিতে হবে। বিসিসিআই-এর ওয়েব সাইটে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ২৩:০৪
Share:

ভারতীয় ক্রিকেট দলের কোচের জন্য আবেদনপত্র চাইল বিসিসিআই। আগামী ১০ জুনের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে ইচ্ছুকদের আবেদনপত্র জমা দিতে হবে। বিসিসিআই-এর ওয়েব সাইটে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিসিসিআই-এর চাহিদার তালিকায় প্রথমেই রয়েছে, কোচ হতে ইচ্ছুকদের আইসিসি অনুমোদিত দেশের কোচিংয়ে সাফল্য। সেটা প্রথমশ্রেনীর ক্রিকেটও হতে পারে আবার আন্তর্জাতিক ক্রিকেটও হতে পারে। ইতিমধ্যেই শেষ হয়েছে রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি। জিম্বাবোয়ে সিরিজের জন্য সঞ্জয় বাঙ্গারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় কোচ হতে হলে

১) আইসিসি অনুমোদিত দেশে সাফল্যের সঙ্গে কোচিং করানোর অভিজ্ঞতা।

Advertisement

২) কোচিং সার্টিফিকেট।

৩) ভারতীয় দলের কোচিংয়ের জন্য পুরো পরিকল্পনা তৈরি করার ক্ষমতা।

৪) প্রতিটি প্লেয়ারকে আলাদা করে দেখে তাঁর নিয়মিত বিচার করা।

৫) সঙ্গে স্পোর্টস সাইকোলজি ও স্পোর্টস মেডিসিনেও জ্ঞান থাকতে হবে। যাতে প্লেয়ারদের ক্ষমতা বুঝে কাজ ভাগ করতে পারে।

৬) ইংরেজিতে দক্ষ হতে হবে। যাতে সকলের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখতে পারে। সঙ্গে হিন্দি বা অন্য জাতীয় ভাষায় দখল থাকলে ভাল।

৭) নতুন স্পোর্টস টেকনোলজি, সফটওয়্যারের ব্যাপারে জ্ঞান থাকতে হবে।

৮) ব্যাক্তিগত জীবনে স্বচ্ছতা থাকতে হবে। অতীত ও বর্তমানে আইসিসির কোনও প্রতিনিধির সঙ্গে বিতর্ক থাকলে চলবে না।

৯) এর পাশাপাশি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকেও সাহায্য করতে হবে। অ্যাকাডেমির ডেভলপমেন্ট প্রোগ্রামে ভূমিকা রাখতে হবে।

আরও খবর

আবার ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন