সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: এএফপি।
বেশ কয়েক দিন যাবৎ দলীপ ট্রফির ভবিষ্যত নিয়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। বোর্ড সূত্রে জানা গিয়েছিল আসন্ন মরসুমে সূচিতেই রাখা হবে না দলীপ ট্রফিকে। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়কের হস্তক্ষেপেই বদলে গেল গোটা বিষয়টা।
গতকালই বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় একটি চিঠি পাঠান বোর্ডের জেনারেল ম্যানেজার এম ভি শ্রীধরকে। পিটিআই সূত্রে খবর, চিঠিতে সৌরভ বলেন গত বছরের মত একই ফর্ম্যাটে এই বছরও যেন টুর্নামেন্টটি করা হয়। আর সৌরভের চিঠি পেয়েই নড়েচড়ে বসে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর(সিওএ)। যার ফল স্বরূপ ২৪ ঘন্টার মধ্যে দলীপ ট্রফির সূচি ঘোষণা করল বিসিসিআই।
আরও পড়ুন: টেস্টে বাংলাদেশের সেরা ছয়টি জয়
আরও পড়ুন: হাসিনা মাঠে ঢুকলেন, আর পরের ওভারেই ইতিহাস গড়লেন সাকিবরা
বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। শেষ হবে ২৯ তারিখ।
শুধু সূচিই নয়, দলীপ ট্রফির জন্য দলও ঘোষণা করল বিসিসিআই। দলীপের জন্য ঘোষিত দলে চমক রেখেছে বোর্ড।
ইন্ডিয়া রেড দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে অভিনব মুকুন্দকে। ইন্ডিয়া গ্রিনের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থিব পটেলকে। ইন্ডিয়া ব্লু দলের দায়িত্বে আছেন সুরেশ রায়না।