Mobile Phone Snatching

দেওঘর থেকে কলকাতায় বেড়াতে এসে দুষ্কৃতীদের খপ্পরে! আইফোন ছিনতাই জোড়াসাঁকোয়, ধৃত দুই

পুলিশ সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর রাতে জোড়াসাঁকোয় রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেওঘরের ওই দুই ব্যক্তি। অভিযোগ, সেই সময় পাঁচ জন এসে তাঁদের ঘিরে ধরেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭
Share:

প্রতীকী ছবি।

ঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়লেন দুই ব্যক্তি। জোড়াসাঁকোর কাছে ঘটনাটি ঘটে দিন তিনেক আগে। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন মহম্মদ আলম এবং আয়ান আহমেদ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর রাতে জোড়াসাঁকোয় রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেওঘরের ওই দুই ব্যক্তি। অভিযোগ, সেই সময় পাঁচ জন এসে তাঁদের ঘিরে ধরেন। তার পর তাঁদের টানতে টানতে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে টাকাপয়সা দিতে বলেন। ওই দুই ব্যক্তি যখন জানান তাঁদের কাছে টাকা নেই, তখন তাঁদের কাছে থাকা দু’টি আইফোন ছিনিয়ে নেওয়া হয়। সঙ্গে হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর পরিচিতদের মাধ্যমে পুলিশের দ্বারস্থ হন দেওঘরের ওই দুই ব্যক্তি। অভিযোগ পেয়ে তদন্তে নামে জোড়াসাঁকো থানা।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন জনের খোঁজ চলছে। খুব শীঘ্রই তাঁদেরও গ্রেফতার করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement