শ্রীনিকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে নারায়ণস্বামী শ্রীনিবাসন হাজির থাকতে পারবেন কি না, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইল বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২১
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে নারায়ণস্বামী শ্রীনিবাসন হাজির থাকতে পারবেন কি না, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইল বিসিসিআই।

Advertisement

এর আগে বোর্ডের মিটিংয়ে শ্রীনির হাজির নিয়ে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও গত সপ্তাহে কলকাতায় বোর্ডের বৈঠকে হাজির হয়ে গিয়েছিলেন শ্রীনি। আর সেখান থেকেই বিপত্তির সূচনা। কলকাতায় বৈঠক শুরু হওয়ার পর বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানতে চান, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে শ্রীনি অংশ নিতে পারেন কি না সে ব্যাপারে আদালতের সুস্পষ্ট নির্দেশ কী। এর পরই বৈঠকে ইতি টেনে দেন তিনি। এখন দেখার এটাই, বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে কি না।

তাৎপর্যপূর্ণ ব্যাপার এটাই যে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন সেপ্টেম্বরের ২৭ তারিখ বোর্ডের এজিএম হতে পারে। কিন্তু সেটা কী ভাবে হবে তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরেই। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ না পেলে বোর্ড কী ভাবে এজিএম ডাকবে তা নিয়েই জটিলতা শুরু হয়েছে। কোর্টের নির্দেশ পাওয়ার তিন দিনের মধ্যে নোটিশ দিতে হবে ওয়ার্কিং কমিটি মিটিংয়ের জন্য। তার ২১ দিন পর এজিএম। যা নোটিশ দিয়ে জানাবে বোর্ড। ফলে ২৭ সেপ্টেম্বর কী ভাবে এজিএম হবে তা নিয়ে এখনও কোনও সদুত্তর নেই বোর্ডের কাছেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন