IPL

ইংল্যান্ডেই কি হবে আইপিএল-এর বাকি ম্যাচ? উত্তর দিলেন বোর্ডকর্তা

ভারতে করোনার বাড়াবাড়ির কারণে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৬:০৩
Share:

লর্ডসে কি দেখা যাবে আইপিএল-এর ম্যাচ? ছবি টুইটার

ভারতে করোনার বাড়াবাড়ির কারণে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। তারপরেই ইংল্যান্ডের চারটি কাউন্টি ক্লাব এগিয়ে আসে আয়োজন করার জন্য। কিন্তু বোর্ড আপাতত বাকি অংশ আয়োজন করা নিয়ে এখনই ভাবছে না। তাদের চিন্তা সুষ্ঠু ভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করা।

Advertisement

ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছেন, “কোন সময়ে খেললে সব থেকে ভাল হবে সেই বিষয়ে সমস্ত বিকল্প আমরা খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নেব। ওদের আমন্ত্রণকে স্বাগত। কিন্তু সেটা নিয়ে এখনও আলোচনা করিনি আমরা। আপাতত বছরের শেষের দিকে দেশের মাটিতে টি২০ বিশ্বকাপ আয়োজন করাতেই আমাদের বেশি নজর।”

তবে কাউন্টি দলের তরফে এমন প্রস্তাব আসায় অবাক নন ধুমল। বলেছেন, “আইপিএল প্রতিযোগিতাটাই অনেক বড়। সবাই তাই আইপিএল-এর ম্যাচ আয়োজন করতে চায়। ভারতের বাইরেও আইপিএল-এর অনেক সমর্থক রয়েছে।”

Advertisement

উল্লেখ্য, ইংল্যান্ড ছাড়াও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইপিএল-এর বাকি ম্যাচ আয়োজন করতে চেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন