Cricket

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বিসিসিআই

বুধবার বার্মিংহামে পৌঁছনোর কথা বিসিসিআইয়ের প্রধান সচিব অমিতাভ চৌধুরী এবং জেনারেল ম্যানেজার এম ভি শ্রীধরের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন কোচ নির্বাচন করতে চাইছে বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ০০:৫৩
Share:

সাংবাদিক সম্মেলনে কুম্বলে-কোহালি। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগেই টালমাটাল অবস্থা ভারতীয় ড্রেসিংরুমে। দ্বিতীয় প্রাক্টিস ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েও টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের আবহাওয়া থমথমে। বোর্ড সূত্রে খবর, পাকিস্তান ম্যাচের পরই জাতীয় কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে কথা বলবে বিসিসিআই।

Advertisement

বুধবার বার্মিংহামে পৌঁছনোর কথা বিসিসিআইয়ের প্রধান সচিব অমিতাভ চৌধুরী এবং জেনারেল ম্যানেজার এম ভি শ্রীধরের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন কোচ নির্বাচন করতে চাইছে বিসিসিআই।

নিজের ও দলের প্লেয়ারদের বেতন বৃদ্ধির দাবি করে ভারতীয় বোর্ডের চক্ষুশূল হন জাতীয় দলের কোচ অনিল কুম্বলে। কুম্বলের এই প্রস্তাবের পরেই তাঁর সঙ্গে চুক্তি থাকা সত্বেও অপ্রত্যাশিত ভাবে জাতীয় কোচ হওয়ার জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। সংবাদসংস্থা সূত্রে খবর, শুধু বোর্ডই নয় সম্প্রতি কুম্বলের সঙ্গে সম্পর্ক তলানিতে অধিনায়ক কোহালি-সহ জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের।

Advertisement

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ বার কোহালিদের সমর্থন করবেন পাকিস্তানের চাচা শিকাগো

আর এই খবর কানে আসতেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই। টিম সূত্রে খবর, দলের মধ্যে নাকি একনায়কতন্ত্র চালাচ্ছেন ভারতের অন্যতম কিংবদন্তি এই স্পিনার। তবে, ভারতীয় বোর্ডের তরফে এ বিষয়ে বুধবার রাত পর্যন্ত সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন