ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তরুণী। বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। কিন্তু বিদায়ের সময় তাঁর চোখে এক ফোঁটাও জল নেই। চক্ষুলজ্জার খাতিরে কাঁদার চেষ্টা করলেও তা বিফলে যায়। কাঁদতে গিয়ে হেসে গড়িয়ে পড়েন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিদায়ের সময় কনের পরিবারের সদস্যেরা নবদম্পতির পিছন পিছন হাঁটছেন। বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় নতুন বৌয়ের চোখে জল আসছে না। তাই লজ্জার খাতিরে অভিনয় করেই কান্নাকাটি শুরু করলেন তিনি।
কিন্তু জোর করে কাঁদতে গিয়ে নিজেই হেসে গড়িয়ে পড়লেন তরুণী। বৌয়ের কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর স্বামী। কনেপক্ষের সকলেই হাসাহাসি শুরু করে দিলেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘নতুন বৌ তো ভারী মজার! জোর করে কাঁদতে গিয়ে কেমন ফিক করে হেসে ফেললেন!’’