BCCI

আইসিসিতে সৌরভই ফের ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ২১:৩৮
Share:

—ফাইল চিত্র

আইসিসি-তে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম আরও একবার মনোনীত হল। বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতোই বোর্ডের প্রতিনিধিত্ব করবেন শাহ।

Advertisement

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কেন্দ্র হিসেবে কলকাতা, মুম্বই, আমদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বাছা হয়েছে।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু বেঙ্গালুরুতে নয়, এবার থেকে পাঁচটি বিভিন্ন অঞ্চলে থাকবে এনসিএ। একের পর এক ভারতীয় ক্রিকেটাররা চোট পাচ্ছেন। তাঁদের চোট নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে নির্দিষ্ট তথ্য থাকছে না। এরকম নানা অভিযোগ উঠেছে এনসিএ-কে নিয়ে। তাই বিসিসিআই ঠিক করেছে, দেশে একাধিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হবে। বেঙ্গালুরুর অ্যাকাডেমির ওপর থেকে চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা যাতে সহজেই এসিএ-র সুযোগ-সুবিধে নিতে পারে, সেটাও মাথায় রয়েছে বোর্ডে। তবে কোথায় কোথায় এই অ্যাকাডেমিগুলি হবে, তা এখনও ঠিক হয়নি।

Advertisement

আরও পড়ুন: কোহালি, শামির না থাকা অবশ্যই আমাদের সুবিধে করে দেবে: ল্যাঙ্গার

আরও পড়ুন: মহামেডানের হয়ে খেলতে কলকাতায় বাংলাদেশ অধিনায়ক

তবে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তার মধ্যে অন্যতম হল, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য কর ছাড়। ভারতীয় বোর্ডকে কেন্দ্রীয় সরকারের থেকে এই কর ছাড়ের অনুমতি নিতে হবে। না হলে প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যেতে পারে। আর বোর্ড চাইলে নিজেরাই এই করের টাকা দিয়ে দিতে পারে। এই করের পরিমান ১০ কোটি ডলারেরও বেশি। মনে করা হচ্ছে, সরকার কর ছাড়ের অনুমতি না দিলে বোর্ড হয়ত নিজেই এই টাকা দিয়ে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন