Dona Ganguly

ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল! পুলিশে অভিযোগ দায়ের সৌরভ-জায়ার

এই ভুয়ো ফেসবুক পেজ সম্পর্কে ডোনাকে প্রথম জানান তাঁরই এক ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪২
Share:

ডোনা গঙ্গোপাধ্যায় ফাইল ছবি

তাঁর নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খোলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার পুলিশের তরফে এ খবর স্বীকার করা হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিস থেকে তানিয়া ভট্টাচার্য নামে এক জনের অভিযোগ-মেল পেয়েছি। ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে কেউ ফেক প্রোফাইল খুলেছে বলে অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’ পুলিশের দাবি, যে আইপি (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস ব্যবহার করে প্রোফাইলটি তৈরি করা হয়েছে তা ইতিমধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে।

এই ভুয়ো ফেসবুক প্রোফাইল সম্পর্কে ডোনাকে প্রথম জানান তাঁরই এক ছাত্রী। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন ডোনা। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “আমার নাম ব্যবহার করে আমার এবং দাদার (সৌরভ) একাধিক ছবি পোস্ট করা হয়েছিল ওই প্রোফাইলে। আমারই এক ছাত্রী প্রথম সেটা জানায়। তারপরেই পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিই।”

Advertisement

ডোনার সংযোজন, “আমার এবং দাদার ছবি ব্যবহার করা হলে কিছু মনে করতাম না। কিন্তু মাঝে মাঝে এই ধরনের প্রোফাইল থেকে এমন ধরনের মন্তব্য করা হয় যা থেকে মনে হয় সত্যি আমরাই কথা বলছি। এর থেকে কোনও ধন্দ তৈরি হোক সেটা আমি চাই না। আশা করা যায় পুলিশ দ্রুত এই ভুয়ো প্রোফাইল তৈরির মাথাকে খুঁজে বের করবে।”

ফেসবুকে ব্যক্তিগত একটি অ্যাকাউন্ট রয়েছে ডোনার। তিনি নিজেই সেটি পরিচালনা করেন। জানিয়েছেন, সেই অ্যাকাউন্টে মাত্র কয়েকজন ‘ফলোয়ার’ রয়েছে। কিন্তু ভুয়ো অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৭০ হাজারের বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement