আপাতত স্বস্তি মিললেও দুশ্চিন্তা রয়েই গেল! লোঢা কমিশনের সংস্কার নিয়ে সোমবার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ফলে লোঢা সংস্কার পুরোপুরি কার্যকর না করলেও বোর্ডের মসনদে থেকে গেলেন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর-সহ অন্য শীর্ষকর্তারা। অন্তত পরবর্তী রায়দান পর্যন্ত তো বটেই! তবে এ দিন রায় স্থগিত রাখলেও বিসিসিআই কবে লোঢা সংস্কার কার্যকর করবে সে বিষয়েও স্পষ্ট করে জানতে চেয়েছে শীর্ষ আদালত।
গত শনিবারই বোর্ডের বিশেষ বৈঠকে স্থির হয়, লোঢা সংস্কার নিয়ে নিজেদের রণং দেহি মনোভাব বজায় রাখবে বিসিসিআই। সেই মতো এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের কাছে আরও সময় চেয়ে নেন বোর্ডের আইনজীবী কপিল সিব্বল। তবে বোর্ডের অনুরোধে সাড়া দিলেও শীর্ষ আদালতে নির্দেশে শঙ্কা যে পুরোপুরি কাটল না তেমনটা মনে করছেন অনেকে। লোঢা সংস্কার নিয়ে গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পরেও তা পুরোপুরি ভাবে কার্যকর করার থেকে বার বার পিছিয়ে এসেছে বোর্ড। বেশ কয়েকটি সংস্কার মেনে নিলেও এক রাজ্য এক ভোট, ন’বছরের বেশি বোর্ডের প্রশাসনিক পদে না থাকা বা সত্তোরোর্ধ্ব কর্তাদের বিদায় দেওয়ার মতো আমূল পরিবর্তনের ক্ষেত্রে অনড় থেকেছেন অনুরাগ অ্যান্ড কোম্পানি। তাঁদের দাবি, এতে বোর্ডের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হবে। এ দিন বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ আদালতে একটি ব্যক্তিগত হলফনামাও দায়ের করেছেন। তাতে তিনি প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের কাছে জানতে চেয়েছেন, লোঢা সংস্কারের ফলে বোর্ডের রোজকার কাজে হস্তক্ষেপ করা হচ্ছে কি না।
আরও পড়ুন