আইপিএল নিয়ে বোর্ডের নির্দেশিকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে কড়া নজরদারির রাস্তায় হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বা বলা ভাল বর্তমানে যে প্রশাসনিক প্যানেল বিসিসিআই চালাচ্ছে, তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬
Share:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে কড়া নজরদারির রাস্তায় হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বা বলা ভাল বর্তমানে যে প্রশাসনিক প্যানেল বিসিসিআই চালাচ্ছে, তারা। আটটা ফ্র্যাঞ্চাইজির আটটি কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান করার দায়িত্ব নিতে আগ্রহী যে সব সংস্থা, তাদের কাছে ১৯ পাতার এক নির্দেশিকা পাঠানো হয়েছে। যাতে পরপর বলা আছে, কী কী করতে হবে কোম্পানিগুলোকে।

Advertisement

১) যে বা যারা এই সব অনুষ্ঠান করার দায়িত্ব পাবে, তাদের আটটা উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠান করার পুরো খরচ বহন করতে হবে।

২) বাজেটের ৩৫ শতাংশ ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে হবে।

Advertisement

৩) প্রত্যেকের সম্প্রতি অডিট করা অ্যাকাউন্টে বার্ষিক ব্যবসার অঙ্ক ৩০ কোটি হতে হবে।

৪) আগ্রহী কোম্পানিদের সঙ্গে কোনও ফৌজদারি মামলায় অভিযুক্ত কারও জড়িত থাকা চলবে না।

আরও পড়ুন:

‘রাজহাঁসটাকে কেটে ফেললে সোনার ডিমটাও যে আর পাবে না আইসিসি’

৫) আগ্রহী কোম্পানিদের সঙ্গে মরিশাস এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ব্যবসা করছে এমন কোনও সংস্থার সম্পর্ক থাকলে তা জানাতে হবে।

পয়লা মার্চ আগ্রহী কোম্পানিগুলোকে ডাকা হবে বিসিসিআই দফতরে। সেখানে তাদের সঙ্গে কথা বলার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement