রঞ্জিতে নিরপেক্ষ মাঠ

বিদেশে বোর্ডের মিনি আইপিএল

সেপ্টেম্বরে মিনি আইপিএলের উপর সিলমোহর পড়ে গেল বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায়। রঞ্জি ট্রফির ম্যাচ নিরপেক্ষ মাঠে করার প্রস্তাবও পাশ হল এ দিনের সভায়।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৯:৪২
Share:

সেপ্টেম্বরে মিনি আইপিএলের উপর সিলমোহর পড়ে গেল বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায়। রঞ্জি ট্রফির ম্যাচ নিরপেক্ষ মাঠে করার প্রস্তাবও পাশ হল এ দিনের সভায়।

Advertisement

‘‘সেপ্টেম্বরে সব ক’টি দলকে নিয়ে সপ্তাহদুয়েক ধরে হবে এই মিনি আইপিএল। দেশের বাইরে। হোম-অ্যাওয়ে ভিত্তিতে নয়, ছোট ফর্ম্যাটে। হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, না হলে আরব আমিরশাহিতে হবে এই টুর্নামেন্ট,’’ এ দিন বলেন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি মার্কিন মাঠে প্রীতি ম্যাচ খেলার অনুমতি চেয়েছিল বোর্ডের কাছে। সেই থেকেই নাকি মিনি আইপিএলের এই আইডিয়া। তবে কারা স্পনসর, কারা টিভি সম্প্রচার করবে, এখনও চূড়ান্ত হয়নি। মিনি আইপিএলের পর শুরু হবে গোলাপি বলে দলীপ ট্রফি।

রঞ্জি ম্যাচ নিরপেক্ষ মাঠে করার প্রস্তাব দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেকনিক্যাল কমিটি। এ ছাড়া জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফির ফর্ম্যাটও বদল হল। এ বার থেকে পাঁচটি অঞ্চলে রাজ্যের দলগুলি নিজেদের মধ্যে লিগ খেলার পর পাঁচটি অঞ্চলের দলের মধ্যে চূড়ান্ত পর্ব হবে। আঞ্চলিক পর্ব বছরের যে কোনও সময় হতে পারে।

Advertisement

জুনিয়র ক্রিকেটেও নতুন বৈপ্লবিক নিয়ম আসতে চলেছে। এখন থেকে কোনও অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার জুনিয়র বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে এক বারের বেশি খেলতে পারবেন না। এই স্তরের ক্রিকেটার ঘরোয়া স্তরেও দুইয়ের বেশি মরসুম জুনিয়র ক্রিকেটে খেলতে পারবেন না।

রাজ্য সংস্থাগুলির জন্য বিভিন্ন বার্ষিক পুরষ্কার চালু হচ্ছে। তাদের আরও তৎপর করে তুলতে সেরা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভাল ব্যবহার, মিডিয়ার জন্য সবচেয়ে ভাল ব্যবস্থা ও সবচেয়ে ভাল মিডিয়া অপারেশনসের জন্য পুরস্কার দেওয়া হবে এ বার থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement